Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১, ৭ জুন ২০২৫

১২ ঘণ্টার টার্গেটে ৮৫% কাজ সম্পন্ন

বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের সফলতা

বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের সফলতা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য নির্ধারিত ১২ ঘণ্টার সময়সীমায় বড় ধরনের সফলতা দেখিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দুই সিটি করপোরেশন মিলে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণের কাজ শেষ করেছে।

রাতেও চলেছে পরিচ্ছন্নতা অভিযান

রাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, অলিগলির ময়লা অপসারণের পাশাপাশি নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও কেন্দ্রস্থলগুলো থেকেও আবর্জনা অনেকাংশে সরানো হয়েছে।

তার ভাষায়, এবার ঢাকাবাসীর আচরণেও বড় পরিবর্তন এসেছে। সিটি করপোরেশন থেকে সরবরাহ করা ব্যাগে করেই ময়লা নির্দিষ্ট স্থানে রেখেছেন অধিকাংশ নাগরিক।

দুই হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী মাঠে

এ বছর দুই সিটি করপোরেশনে প্রায় দুই হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী মাঠে কাজ করছেন। দিনভর নিরলসভাবে কাজ করে পাড়া-মহল্লার অলিগলি থেকে বর্জ্য অপসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই পুরো কাজ শেষ হবে।

নাগরিকদের সহযোগিতায় কাজ সহজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ রাতের দিকে জানান, এবার নগরবাসীর সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। দুর্ভোগ এড়াতে তারাও আন্তরিকভাবে সহায়তা করেছেন।

তিনি আরও বলেন, ৮৫ শতাংশ বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। ঈদের আনন্দ যাতে দুর্গন্ধ বা স্বাস্থ্যঝুঁকিতে পরিণত না হয়—সে জন্য রাতভর পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

আনুষ্ঠানিক উদ্বোধন, ১২ ঘণ্টার চ্যালেঞ্জ

এর আগে শনিবার (৭ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জানান, ১২ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে সিটি করপোরেশন।

নাগরিক সচেতনতায় নতুন ধারা

এবারের কোরবানির ঈদে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধের দৃষ্টান্তও দেখা গেছে। ধর্মপ্রাণ মানুষ নামাজ শেষে নিজ নিজ পছন্দের পশু কোরবানি করেন। অনেকেই নিজের উদ্যোগে পশুর রক্ত ধুয়ে ফেলেন এবং সিটি করপোরেশন থেকে সরবরাহ করা ব্যাগে বর্জ্য ভরে নির্দিষ্ট স্থানে জমা দেন।

এর ফলে পরিচ্ছন্নতা কার্যক্রম বেশ সহজ ও গতিশীল হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশন কর্মকর্তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন