Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:২১, ১৮ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আলটিমেটাম—‘খুনি ধরা না পড়লে দেশ অচল’

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির মুখপাত্র, ইনকিলাব মঞ্চের নেতা ও শরিফ ওসমান হাদি এখন জীবন–মৃত্যুর লড়াইয়ে। সিঙ্গাপুর থেকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, তার ব্রেনস্টেমে গুলির ধাতব অংশ আটকে রয়েছে এবং সেটি অপসারণে বিশেষজ্ঞ চিকিৎসকরা জটিল অস্ত্রোপচারের পরিকল্পনা করছেন। ওই জটিল অপারেশন সিঙ্গাপুরেই সম্পন্ন করার বিষয়ে পরিবার ইতোমধ্যে সম্মতি দিয়েছে।

হাদির সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন তার দুই ভাই। পরিবারের আরও একজন সদস্য আজ রাতেই সিঙ্গাপুরে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গুলির অবস্থান অত্যন্ত স্পর্শকাতর স্থানে হওয়ায় অপারেশন ঝুঁকিপূর্ণ, তবে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি চলছে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। একই সঙ্গে সংগঠনটি রাজনৈতিক আলটিমেটামও ঘোষণা করে। তারা জানিয়েছে, যদি শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন, তবে তাকে ‘শহীদের মর্যাদা’ দেয়ার দাবিতে সারা দেশের স্বাধীনতাকামী জনতাকে শাহবাগে সমবেত হতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, হাদিকে গুলি করা হামলাকারী বা পরিকল্পনাকারীদের গ্রেফতার না করা হলে ইনকিলাব মঞ্চ শাহবাগে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চালাবে এবং সারাদেশে অচলাবস্থার ডাক দেবে। তাদের দাবি, হামলাকারী যদি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যায়, তবে ভারত সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করে যেকোনও মূল্যে তাকে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

সবার দেশ/কেএম