Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ৫ এপ্রিল ২০২৫

হাসিনা-রেহানাসহ শতাধিক প্রভাবশালীর বিচার শুরুর পথে 

হাসিনা-রেহানাসহ শতাধিক প্রভাবশালীর বিচার শুরুর পথে 
ফাইল ছবি

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যসহ শতাধিক প্রভাবশালী ব্যক্তি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন খুব শিগগিরই। 

অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের হওয়া এসব মামলায় দুদক ইতোমধ্যেই একাধিক মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতি সংক্রান্ত মামলায় গত মাসেই অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এখন শুধুমাত্র আদালতের গ্রহণযোগ্যতার অপেক্ষা। বিচার শুরু হলে এ পরিবার থেকেই বিচার কার্যক্রমের সূচনা হবে বলে জানা গেছে।

দুদক সূত্র বলছে, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জানা আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের স্পষ্ট প্রমাণ মিলেছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, শুধুমাত্র শেখ হাসিনা পরিবার নয়, কমপক্ষে ৫০ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, ১২ জন এমপি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমলা ও ব্যাংকারসহ শতাধিক প্রভাবশালী ব্যক্তি বিচার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হচ্ছেন।

একজন দায়িত্বশীল দুদক কর্মকর্তা বলেন, প্রমাণিত অভিযোগের ভিত্তিতে কমিশন চার্জশিট অনুমোদন দিয়েছে। অনেক মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুতই তা আদালতে যাবে।

বিচারের মুখে থাকা শেখ হাসিনা পরিবারের সদস্যরা:

  • শেখ হাসিনা (ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী)
  • শেখ রেহানা (বোন)
  • সজীব ওয়াজেদ জয় (পুত্র)
  • সায়মা ওয়াজেদ পুতুল (কন্যা)
  • টিউলিপ সিদ্দিক (শেখ রেহানার কন্যা, ব্রিটিশ এমপি)
  • রেদওয়ান মুজিব সিদ্দিক (পুত্র)
  • আজমিনা সিদ্দিক (কন্যা)

অভিযুক্ত অন্যান্য প্রভাবশালী রাজনীতিবিদ:

  • আসাদুজ্জামান খান কামাল (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী)
  • আনিসুল হক (সাবেক আইনমন্ত্রী)
  • গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাটমন্ত্রী)
  • টিপু মুনশি (বাণিজ্যমন্ত্রী)
  • তাজুল ইসলাম (স্থানীয় সরকার মন্ত্রী)
  • হাসানুল হক ইনু (তথ্যমন্ত্রী)
  • শ. ম. রেজাউল করিম (গৃহায়ন ও মৎস্য মন্ত্রী)

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, চার্জশিট কমিশনের নিয়মিত প্রক্রিয়ার অংশ। আদালতে দাখিলের পর নিয়ম অনুযায়ী বিচার শুরু হবে।

প্রেক্ষাপট ও গুরুত্ব:

সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই বিচারের উদ্যোগকে একটি বড় মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতি-অভিযোগে বিচার কার্যক্রম শুরু না হওয়ায় যে প্রশ্ন উঠছিলো, তা অবশেষে বাস্তব রূপ নিতে যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি