ঘুষ-জালিয়াতি ও হাজার কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ
দুদকে জিজ্ঞাসাবাদ সাবেক কমিশনার জহুরুল হককে
দুর্নীতির একাধিক গুরুতর অভিযোগে সাবেক দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার মো. জহুরুল হককে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সস্ত্রীক হাজির হন তিনি। হাজিরার পর তাকে আলাদা কক্ষে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দুদক সূত্র জানায়, জহুরুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদন্তাধীন মামলার আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া জাল-জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ নেয়ার অভিযোগও তদন্তাধীন রয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের দুটি বড় টেলিকম অপারেটরের কাছ থেকে শত শত কোটি টাকা ঘুষ গ্রহণ করেন। এসব অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন দেশে একাধিক বাড়ি ও সম্পত্তি গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একই ধরনের অভিযোগ তার স্ত্রীর বিরুদ্ধেও তদন্ত করছে দুদক।
এর আগে গত ৩ ডিসেম্বর আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের প্রায় ৯ হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগে সাবেক দুদক কমিশনার মো. জহুরুল হকসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, চলমান তদন্তের অংশ হিসেবেই এ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
সবার দেশ/কেএম




























