Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৬, ৫ জুন ২০২৫

আপডেট: ০২:৩২, ৫ জুন ২০২৫

গুলশান ফ্ল্যাটসহ নানা দুর্নীতির তদন্তে তৎপর দুদক

টিউলিপের ১৩ বছরের করনথি জব্দ

টিউলিপের ১৩ বছরের করনথি জব্দ
ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে তার গত ১৩ বছরের আয়কর নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর গুলশান ফ্ল্যাট দুর্নীতি মামলায় ইতোমধ্যে তিনি চার্জশিটভুক্ত আসামি হয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩ জুন) বিকেলে দুদকের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম পুরানা পল্টনের কর অঞ্চল-৬ এর অফিসে অভিযান চালিয়ে ২০০৬-০৭ করবর্ষ থেকে ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত টিউলিপ সিদ্দিকের সব আয়কর নথি জব্দ করে। জব্দকৃত নথিগুলোর মধ্যে রয়েছে গুলশানের বিতর্কিত ফ্ল্যাটটি তার ছোট বোনের নামে ‘হেবা’ দলিলের মাধ্যমে হস্তান্তরের প্রমাণপত্রও।

দুদক জানায়, ২০১৮-১৯ করবর্ষের পর থেকে আর কোনো আয়কর রিটার্ন দাখিল করেননি টিউলিপ। তার আগে ২০১৫-১৬ করবর্ষের নথিতে উল্লেখ রয়েছে যে, গুলশান-২ এলাকায় (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি পুরাতন, বর্তমানে ১১৫, ১১বি নতুন, রোড নং-৭১) একটি ফ্ল্যাট হেবা দলিলে হস্তান্তর করা হয়, যা দুর্নীতির মাধ্যমে গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এর আগে ৮ মে টিউলিপকে গুলশান ফ্ল্যাট দুর্নীতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। তবে তিনি কোনও জবাব দেননি এবং উপস্থিত হননি বলেই জানিয়েছে সংস্থাটি। এ মামলায় ১৫ এপ্রিল দায়ের করা অভিযোগে বলা হয়, অপরাধমূলক ষড়যন্ত্র, অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গ করে কোনো অর্থ পরিশোধ না করেই ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা হিসেবে ওই ফ্ল্যাট গ্রহণ করেন টিউলিপ।

মামলায় টিউলিপ সিদ্দিক ছাড়াও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনকে আসামি করা হয়েছে। তবে মামলার অন্যতম সহযোগী হিসেবে চিহ্নিত রাজউকের সাবেক প্রধান আইন উপদেষ্টা ড. মো. সেলিম ও ইষ্টার্ণ হাউজিংয়ের চেয়ারম্যান জহিরুল ইসলাম এর আগেই মৃত্যুবরণ করায় তাদের বাদ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে আটটি পৃথক চার্জশিট ইতোমধ্যে আদালতে দাখিল করেছে দুদক। এসব অভিযোগপত্রেও টিউলিপ সিদ্দিকের নাম রয়েছে।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তদন্ত নিয়ে এখন পর্যন্ত টিউলিপ কিংবা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি