Sobar Desh | সবার দেশ সামিউর সাগর


প্রকাশিত: ২০:২০, ২৬ জুন ২০২৫

ডিপিডিসির সাবেক চিফ ইঞ্জিনিয়ার বেলায়েতের পরিবারের বিরুদ্ধে দুদকের তদন্ত

ডিপিডিসির সাবেক চিফ ইঞ্জিনিয়ার বেলায়েতের পরিবারের বিরুদ্ধে দুদকের তদন্ত
ছবি: সংগৃহীত

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)র সাবেক চিফ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ও তার পরিবারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান এ অনুসন্ধানের দায়িত্বে রয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ৭০টির বেশি সরকারি-বেসরকারি দফতরে চিঠি পাঠানো হয়েছে। এসব প্রতিষ্ঠানের কাছে বেলায়েত হোসেন, তার স্ত্রী শামসুন নাহার এবং তাদের তিন সন্তানের নামে-বেনামে থাকা সম্পত্তির তথ্য চাওয়া হয়েছে।

অভিযোগের তথ্য বলছে, পিরোজপুরের ভান্ডারিয়ার গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা বেলায়েত হোসেন চাকরি জীবনের শুরুতে বিদ্যুৎ বিভাগে যোগ দেয়ার পর থেকেই দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েন। শেষ পর্যন্ত তিনি ডিপিডিসির চিফ ইঞ্জিনিয়ার পদ থেকে অবসর নেন।

ঢাকার ধানমন্ডির শা শা বাড়ি রোডে রয়েছে তার নামে ও স্ত্রীর নামে দুটি বিলাসবহুল ফ্ল্যাট, যার প্রকৃত বাজারমূল্য অন্তত সাড়ে চার কোটি টাকা। অথচ আয়কর রিটার্নে এর মূল্য দেখানো হয়েছে মাত্র ৯৪ লাখ টাকা।

এছাড়া ঢাকার খিলগাঁও, আফতাবনগর, ডেমরা, আশুলিয়া, কেরানীগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় তার নামে, স্ত্রীর নামে এবং নিকট আত্মীয়-স্বজনের নামে রয়েছে জমি ও প্লট। ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা, যার মধ্যে শুধু সঞ্চয়পত্র রয়েছে প্রায় পাঁচ কোটি টাকার।

স্ত্রী শামসুন নাহারেরও দৃশ্যমান কোনো আয় না থাকলেও তার নামে রয়েছে কোটি টাকার সম্পদ, জমি, এফডিআর এবং সঞ্চয়পত্র। অভিযোগ রয়েছে, বেলায়েত হোসেনের কাছের আত্মীয়দের নামেও ব্যবসা পরিচালিত হচ্ছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন। পরে চাকরি জীবনে যে সরকার ক্ষমতায় ছিলো, তার ঘনিষ্ঠ অনুগামী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিনিময়ে লোভনীয় পদ লাভ করেন এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েন।

জানা গেছে, আয়কর রিটার্নে সম্পদের প্রকৃত তথ্য গোপন করে বেলায়েত হোসেন ও তার স্ত্রী জালিয়াতির আশ্রয় নিয়েছেন। স্ত্রী শামসুন নাহারের নামে ঢাকার রামপুরা ও হাজিপাড়ায় রয়েছে কোটি টাকার জমি।

গাড়ি ব্যবহারেও রয়েছে কৌশল। বেলায়েত হোসেনের ব্যক্তিগত গাড়ি ছাড়াও তার স্ত্রী ও আত্মীয়দের নামে আরও দামি গাড়ি রয়েছে, যা পরিবারভুক্ত সদস্যরাই ব্যবহার করেন।

এছাড়া পরিবারের বিরুদ্ধে মানি লন্ডারিংয়েরও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে বেলায়েত হোসেন বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে একাধিকবার কল ও ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া দেননি তারা।

দুদক সূত্র বলছে, তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। তদন্তে অবৈধ সম্পদের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি