Sobar Desh | সবার দেশ পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৭, ২৫ জুন ২০২৫

সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রতিহত করতে হবে

বিএনপি কোনো সন্ত্রাসী রাজনীতি পছন্দ করে না: রাজা

বিএনপি কোনো সন্ত্রাসী রাজনীতি পছন্দ করে না: রাজা
ছবি: সবার দেশ। উঠান বৈঠকে বক্তব্য রাখছেন হাসানুল ইসলাম রাজা। 

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা বলেছেন, বিএনপি কোনো সন্ত্রাসী রাজনীতিকে পছন্দ করে না। 

সোমবার (২৩ জুন) রাতে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে নয় নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

রাজা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার করে বলছেন, আপনারা জনগণের কাছে যান, তৃণমুলের মানুষের পেছনে ঘোরেন। তাদের সমর্থন আদায় করেন। কিন্তু অনেক নেতা বিএনপি দল করেন, আগামীতে এমপি হবেন, তারা সে আদেশ নির্দেশ মানছেন না। তারা সন্ত্রাসী, চাঁদাবাজী করে বেড়াচ্ছেন। পাবনা-৩ এলাকায় বিএনপি নেতাদের যে কার্যকলাপ শুরু হয়েছে তা তো বিএনপির আদর্শ নয়। তাই যারা সন্ত্রাসী চাঁদাবাজী করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

হাসানুল ইসলাম রাজা আরও বলেন, এক শ্রেণীর নেতারা তারেক রহমানের নির্দেশ, তার আদর্শ মানছেন না। কিন্তু যখন আমরা তৃণমুলের প্রত্যন্ত গ্রামে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে, জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণের লক্ষ্যে প্রতিনিয়ত উঠান বৈঠক করছি । তারা তখন আমাদের উঠান বৈঠক বানচাল করার জন্য মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। নানাভাবে বাধা সৃষ্টি করছে। তারেক রহমানের আদেশ যারা বিএনপির নামে সন্ত্রাসী, চাঁদাবাজী, দখলবাজি করছে তাদের এলাকা থেকে প্রতিহত করেন। তাই এখন থেকে যেখানেই দুর্নীতি, যেখানেই চাঁদাবাজী, যেখানেই সন্ত্রাসী, যেখানেই দখলবাজি হবে, সেখানেই তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের রুখে দেবো।

তিনি বলেন, বিগত ১৭ বছর ভাঙ্গুড়া উপজেলার এমপি থাকায় সব উন্নয়ন হয়েছে ভাঙ্গুড়ায়। চাটমোহরে উন্নয়ন হয়নি। তাই সবাই ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন, আগামী নির্বাচনে চাটমোহর থেকে ধানের শীষের এমপি প্রার্থী চাই। চাটমোহরের বাইরের কোন প্রার্থীকে আমরা মানবো না। চাটমোহরের অনেক নেতা ভাঙ্গুড়ার, পাবনার নেতাদের নিয়ে এসে এমপি প্রার্থী বানানোর নীলনকশা করছে। তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

স্থানীয় বিএনপি নেতা সাদেক আলী মোল্লার সভাপতিত্বে ও চাটমোহর পৌর বিএনপি'র সাবেক যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম মাস্টারের পরিচালনায় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর পৌর বিএনপি'র সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রবীণ বিএনপি নেতা ফয়েজ ই-ইলাহী বুলু, আলহাজ আব্দুল জব্বার মাস্টার, পাঁচুড়িয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ইনু, ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার, ডিবিগ্রাম ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক রবিউল করিম, যুবদল নেতা আল আমিন তালুকদার, চাটমোহর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুর রহমান চঞ্চল, ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা মোবারক হোসেন, মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রেজাউল করিম বাবু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ডিবিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল শাখার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মামুন, ফৈলজানা ইউনিয়ন ছাত্রদলের তথ্য বিষয়ক সম্পাদক শাকিব প্রমুখ।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন