Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২:২০, ১০ আগস্ট ২০২৫

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরে সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরে সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর
ছবি: সংগৃহীত

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)-এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফবিএবি) কার্যালয়ে সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১০১ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোট দেন। এর মধ্যে সভাপতি পদের ২টি এবং সহ-সাধারণ সম্পাদক পদের ৭টি ভোট বাতিল হয়।

সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জি. এম. মইনউদ্দীন হিরু পান ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম ৫৫ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহিদুল ইসলাম রিপন পান ৬ ভোট।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান এবং অর্থ সম্পাদক পদে তাজেদুর রহমান মানিক নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. দিলওয়ার হোসেন শাহ, মো. সাফায়েত হোসেন সজিব ও মো. আরিফুর রহমান। বিকেলে কমিশনাররা ফলাফল ঘোষণা করেন।

কোতোয়ালি পুলিশ ও গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়। দিনাজপুর শ্রম দপ্তরের শ্রম বিষয়ক কর্মকর্তা হুমায়ুন কবির সারাদিন উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোটের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জি. এম. হীরু।

সবার দেশ/কেএম

সর্বশেষ