Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০২:১২, ২৭ সেপ্টেম্বর ২০২৫

স্ত্রী পালিয়ে যাওয়ার জেদে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী!

স্ত্রী পালিয়ে যাওয়ার জেদে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী!
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ঘটে গেছে ব্যতিক্রমী এক বিয়ের ঘটনা। দুই সন্তানের জননী স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর, অভিমানে হেলিকপ্টারে চড়ে নতুন বউ ঘরে তুলেছেন এক স্বামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামে হেলিকপ্টারে চড়ে নতুন বউ নিয়ে হাজির হন কামাল হোসেন নামের ওই ব্যক্তি। বিয়ের এই ব্যতিক্রম আয়োজন দেখতে ভিড় করেন শত শত গ্রামবাসী।

প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

স্থানীয় সূত্র জানায়, কামাল হোসেন পেশায় একজন সার্ভেয়ার। তার বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে। ১০ বছর আগে সাথী আক্তার নামে এক নারীর সঙ্গে বিয়ে হয় তার। তাদের সংসারে রয়েছে দুই কন্যা সন্তান।

তবে গত ১০ আগস্ট হঠাৎই দুই সন্তানকে স্বামীর কাছে রেখে এক বিবাহিত প্রেমিকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী সাথী। কিছুদিন পর কামাল জানতে পারেন, স্ত্রী তাকে তালাক দিয়েছেন।

অভিমানে দ্বিতীয় বিয়ে

স্ত্রীর এমন আচরণে ভেঙে না পড়ে উল্টো জেদের বশে নতুন জীবনের সিদ্ধান্ত নেন কামাল। তিনি বলেন,
পুরুষরা যখন নিপীড়নের শিকার হয়, তখন কেউ তা বোঝে না। অর্থকষ্ট বা সংসারে সমস্যা ছিলো না, কিন্তু স্ত্রী চলে যায়। এতে আমি ভেঙে পড়িনি, বরং নতুন করে জীবন শুরু করলাম।

তিনি আরও বলেন, নতুন স্ত্রী সবকিছু জেনেই বিয়েতে রাজি হয়েছে। এমনকি আগের ঘরের সন্তান ও আমার পরিবারের দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। তাই তাকে বিশেষ কিছু উপহার দিতে চেয়েছি—সে ভাবনা থেকেই হেলিকপ্টারে করে বিয়ে করলাম।

হেলিকপ্টারে বিয়ে, সঙ্গে মেয়ে

শুক্রবার দুপুরে ছোট মেয়েকে কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন কামাল। পরে নতুন বউ নিয়ে নিজ গ্রামে ফেরেন। হেলিকপ্টার অবতরণের সময় পুরো এলাকা উৎসবের আমেজে মেতে ওঠে।

স্থানীয় বাসিন্দা বিপু মাদবর বলেন,

কামালের আগের স্ত্রী দেড় মাস আগে পালিয়ে গেছে। আজ সে হেলিকপ্টারে নতুন বউ নিয়ে বাড়ি ফিরেছে। এলাকাবাসী এমন বিয়ে আগে দেখেনি।

পুলিশের মন্তব্য

টঙ্গীবাড়ি থানা পুলিশের এসআই মনোরঞ্জন জানান,

বিয়ের অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে হেলিকপ্টার অবতরণ করেছে। এটি কামালের দ্বিতীয় বিয়ে। কোনো বিশৃঙ্খলা হয়নি।

‘দেখে নাও, পুরুষও পারবে!’

এলাকাবাসীর ধারণা, সাবেক স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া বিশ্বাসঘাতকতার জবাব দিতেই এমন জেদি পদক্ষেপ নিয়েছেন কামাল। যেন বলতে পারেন—পুরুষের জীবনও থেমে থাকে না।

ঘটনার পর এ ব্যতিক্রমী বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। অনেকেই বলছেন, 

হেলিকপ্টার নয়, এটা একজন ক্ষত-বিক্ষত হৃদয়ের প্রতিবাদের প্রতীক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি