Sobar Desh | সবার দেশ সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৭, ২৪ অক্টোবর ২০২৫

প্রকৌশলীদের দাবি ‘ভয়ের কিছু নেই’

যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল

যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত

যমুনা রেলসেতুর পিলারের নিচে ফাটলের মতো কিছু চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিগুলো ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও কর্তৃপক্ষ বলছে—এগুলো আসলে ফাটল নয়, বরং প্রচণ্ড গরমে সৃষ্ট চুলের মতো সূক্ষ্ম ফাঁকা বা ‘হেয়ার ক্র্যাক’, যা সেতুর কাঠামোর জন্য বিপজ্জনক নয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) যমুনা রেলসেতুর প্রকল্প ব্যবস্থাপক, ফ্রান্সের প্রকৌশলী মার্ক হ্যাবি সাংবাদিকদের বলেন, 

সেতুর পশ্চিম প্রান্তের প্রায় আট থেকে দশটি পিলারের নিচে ক্ষুদ্রাকৃতির হেয়ার ক্র্যাক দেখা গেছে। এটি কোনো নির্মাণ ত্রুটি নয়, বরং তাপমাত্রা পরিবর্তনের কারণে কংক্রিটে স্বাভাবিকভাবে সৃষ্টি হওয়া মাইক্রো ফাঁকা। এগুলোর আকার মাত্র শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার।

তিনি আরও জানান, রেজিন বা আঠার মিশ্রণ ব্যবহার করে ক্ষুদ্র ফাঁকাগুলো মেরামতের কাজ চলছে। ইতোমধ্যে কয়েকটি পিলারে রিপেয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এসব হেয়ার ক্র্যাক সেতুর স্থায়িত্ব বা ট্রেন চলাচলে কোনো ধরনের প্রভাব ফেলবে না।

মার্ক হ্যাবি অভিযোগ করেন, 

কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে ছবি তুলে কোণ বদলে বড় করে দেখিয়ে অনলাইনে ছড়িয়ে দিয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে।

যমুনা রেলসেতুর একাধিক প্রকৌশলীও জানিয়েছেন, 

বড় অবকাঠামোতে ‘হেয়ার ক্র্যাক’ সাধারণ একটি ঘটনা, বিশেষ করে যখন কাঠামো গরমে প্রসারিত হয় এবং ঠান্ডায় সংকুচিত হয়। আন্তর্জাতিক মান অনুসারে এগুলো নিয়মিত পর্যবেক্ষণ ও মেরামতের আওতায় রাখা হয়।

প্রসঙ্গত, যমুনা সেতুর প্রায় ৩০০ মিটার উজানে অবস্থিত এ রেলসেতুটি দেশের দীর্ঘতম রেলসেতু। ১৬ হাজার ৭৮১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে রয়েছে ৫০টি পিলার ও ৪৯টি স্প্যান। এটি ২০২৫ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি