Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫২, ২৩ নভেম্বর ২০২৫

মদনপুরে দগ্ধ শ্রমিকরা ঢাকায় বার্ন ইনস্টিটিউটে

বসুন্ধরা সিমেন্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৬

বসুন্ধরা সিমেন্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে বসুন্ধরা সিমেন্ট কারখানার কয়লার কলে ভয়াবহ বিস্ফোরণে ছয় শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কারখানায় কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন—আতিকুর রহমান (৪২), তোরাব আলী (৫৫), ফেরদৌস (৩৫), তাজুল ইসলাম (৩৫), কামাল হোসেন (৪৫) ও নাহিদ হাসান (২২)। দুর্ঘটনার পর রাত ৯টার দিকে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের সহকর্মী মোবারক হোসেন বলেন, কয়লার কলে কয়লা পিষে গুঁড়া করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুনের স্ফুলিঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে এবং ছয় শ্রমিক আগুনে পুড়ে গুরুতর আহত হন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে নাহিদ হাসানের ৪০ শতাংশ, আতিকুর রহমানের ২৭ শতাংশ, কামাল হোসেনের ২৬ শতাংশ, তোরাব আলীর ১৬ শতাংশ, তাজুল ইসলামের ১২ শতাংশ এবং ফেরদৌসের ১০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের অবস্থা উদ্বেগজনক।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কয়লা গুঁড়া করার সময় বিস্ফোরণে আগুন ছিটকে শ্রমিকরা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিনও একই তথ্য নিশ্চিত করে বলেন, কয়লার কলে বিস্ফোরিত উত্তপ্ত কয়লা ছিটকে পড়ায় শ্রমিকরা দগ্ধ হন।

ঘটনার পরও বসুন্ধরা সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

সর্বশেষ