Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৩, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:১৭, ১১ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ রাতের উদ্ধার অভিযানের পর মর্মান্তিক সমাপ্তি

বাঁচানো গেলো না শিশু সাজিদকে

বাঁচানো গেলো না শিশু সাজিদকে
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় অরক্ষিত নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অবশেষে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাত ৯টা ৩৫ মিনিটে তাকে সেখানে আনা হলেও তার আগেই মৃত্যু হয়েছিলো।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, রাত ৯টার দিকে টানা কয়েক ঘণ্টার জটিল উদ্ধার অভিযানের পর শিশুটিকে গর্ত থেকে তোলা হয়। উদ্ধারকারীরা গর্তে অক্সিজেন সরবরাহসহ সম্ভাব্য সব ব্যবস্থা চালু রেখেছিলেন, তবে দীর্ঘ সময় ধরে গর্তের ভেতরে আটকা থাকায় শিশুটিকে জীবিত রাখা সম্ভব হয়নি।

বুধবার দুপুরে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে বাড়ির পাশের জমি দিয়ে হাঁটার সময় খড় দিয়ে ঢাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় চার বছরের সাজিদ। গর্তে পড়ার মুহূর্তে তার ‘মা মা’ আর্তচিৎকার শুনে দৌড়ে আসেন মা। খড় সরিয়ে দেখেন ১২০ ফুট গভীর খোলা মুখের সে গর্ত—যার অন্ধকারেই নিখোঁজ তার সন্তান।

স্থানীয়দের অভিযোগ, গত বছর এক ব্যক্তি গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করে পানি না পেয়ে প্রায় ১২০ ফুট খনন করার পর পাইপটি খোলা অবস্থায় রেখে চলে যান। দীর্ঘদিন অরক্ষিত থাকায় মুখ ঢেকে রাখা খড় বৃষ্টিতে সরে গিয়ে গর্তটি আরও প্রশস্ত হয়ে পড়ে, কিন্তু স্থানীয় প্রশাসন বা মালিক কেউই সতর্কতা বা সুরক্ষার উদ্যোগ নেননি। আর সেই অবহেলাতেই শেষ হলো একটি শিশুর জীবন।

ঘটনার পরই এলাকাবাসীর ভিড় জমে যায়। গর্তের পাশে বসে রাতভর সন্তানের জন্য কান্না ও দোয়া করতে থাকেন সাজিদের মা। শুরুতে গর্তের ভেতর থেকে ক্ষীণ শব্দ শোনা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা নিস্তব্ধ হয়ে যায়—উদ্ধারকারী দলের উদ্বেগও তখন বাড়তে থাকে।

মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে অবস্থান করে অভিযান চালালেও শেষ পর্যন্ত জীবন ফিরিয়ে আনা যায়নি সাজিদের। লে. কর্নেল তাজুল সন্ধ্যায় বলেছিলেন, জীবিত উদ্ধারের সম্ভাবনা খুব কম; তবুও উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান থামবে না। সে প্রতিশ্রুতির পরিণতি মিললেও, ফিরে পাওয়া গেল না শিশুটিকে।

মর্মান্তিক এ ঘটনার পর স্থানীয়রা অবহেলা ও নিরাপত্তাহীনতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা