এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশে নতুন সময়সূচি
ঢাকায় চলমান এইচএসসি পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ এড়াতে বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
শনিবার (২৮ জুন) বোর্ডের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে ঢাকার পরীক্ষার্থীদের কেন্দ্র চত্বরে প্রবেশের অনুমতি দেয়া হবে।
এ জন্য ঢাকা বোর্ডের আওতাধীন সব এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে পরীক্ষা কক্ষে প্রবেশের আগের নির্ধারিত নিয়ম বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সবার দেশ/কেএম




























