Sobar Desh | সবার দেশ বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৩, ১২ জুলাই ২০২৫

আপডেট: ০০:২৩, ১২ জুলাই ২০২৫

বান্দরবানে কোয়ান্টাম কসমো স্কুলের ধারাবাহিক সাফল্য

এসএসসিতে শীর্ষে কোয়ান্টাম কসমো, শতভাগ পাশ, ৩০ জিপিএ-৫

এসএসসিতে শীর্ষে কোয়ান্টাম কসমো, শতভাগ পাশ, ৩০ জিপিএ-৫
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বান্দরবান জেলার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে লামার কোয়ান্টাম কসমো স্কুল। বিদ্যালয়টির সাধারণ শাখা থেকে অংশ নেয়া ৯৭ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ১৬ জন পেয়েছে জিপিএ-৫।

শুধু সাধারণ শাখাই নয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখায়ও দারুণ ফল করেছে স্কুলটি। দুটি ট্রেডে অংশ নেয়া ৫১ জন শিক্ষার্থীর মধ্যে একজন ছাড়া সবাই পাস করেছে এবং ১৪ জন পেয়েছে জিপিএ-৫।

এ সাফল্যে কোয়ান্টাম কসমো বান্দরবানে প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় হয়েছে আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল এবং তৃতীয় স্থান পেয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল। এ র‌্যাংকিং করা হয়েছে মোট পরীক্ষার্থী, পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে।

স্কুলটির ধারাবাহিক সাফল্যের পেছনে নিয়মানুবর্তিতা ও মনোসংযোগকে গুরুত্বপূর্ণ বলছেন প্রধান শিক্ষক মো. নুর হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীরা নিয়মিত লেখাপড়ার পাশাপাশি মেডিটেশন করে, যা তাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তাছাড়া আবাসিক পরিবেশ এবং শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টা ফলাফলকে নিশ্চিত করেছে।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পার্বত্য চট্টগ্রামের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার দুই শতাধিক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ