Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৬, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ছবি: সবার দেশ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া–খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া–খুলনা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট এবং সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, তানভীর মণ্ডল, সাজ্জাতুল্লাহ শেখ ও মুবাশ্বির আমিন। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীদের কণ্ঠে ‘কণ্ঠে আবার লাগাও জোর, ছাত্রলীগের কবর খুঁড়’, ‘আবু সাঈদ–মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান শোনা যায়।

সমাবেশে এস এম সুইট বলেন, গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় ডিসি ও এসপিকে অপসারণ করতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দিতে হবে। তিনি অভিযোগ করেন, হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিলো, যা রাষ্ট্রের পক্ষপাতদুষ্ট অবস্থানকে স্পষ্ট করে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়া শিক্ষক ও সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদের নিদর্শনসমূহ ধ্বংসে ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছিলো, যা এখনও বাস্তবায়িত হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান, আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে এসব নিদর্শন ধ্বংস করতে হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ