আন্দোলন স্থগিত ঘোষণা
মন্ত্রণালয়ের আশ্বাসে আজ শ্রেণিকক্ষে ফিরছেন শিক্ষকরা
অবশেষে স্থগিত হয়েছে প্রাথমিক শিক্ষকদের চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে লিখিত আশ্বাস পাওয়ার পর আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে তারা শ্রেণিকক্ষে ফিরবেন বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মুখপাত্র খায়রুন নাহার লিপি। তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লিখিতভাবে জানিয়েছে, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণের বিষয়ে প্রস্তাব পে কমিশনে পাঠানো হয়েছে। কমিশন থেকে সুপারিশ আসার পর তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমরা এটিকেই আমাদের প্রাথমিক বিজয় মনে করছি।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে আমরা কার্যত প্রজ্ঞাপন হিসেবে গ্রহণ করছি। তাদের আশ্বাসের ওপর আস্থা রেখে সব কর্মসূচি প্রত্যাহার করছি এবং শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছি।
এর আগে, টানা তিন দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। এর সূত্রপাত হয় গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর। সে ঘটনায় বহু শিক্ষক আহত হন এবং পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলো—
- সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান,
- উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান,
- সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
দীর্ঘ আন্দোলনের পর এবার মন্ত্রণালয়ের আশ্বাসে আপাতত শিক্ষকরা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারা জানিয়েছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব হলে পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবেন।
সবার দেশ/কেএম




























