Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৪, ৮ নভেম্বর ২০২৫

শাহবাগে হামলার প্রতিবাদে ‘কলম বিসর্জন’

অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের
ছবি: সবার দেশ

তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি (পাঠদান বন্ধ) ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। একই সঙ্গে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবো না। শাহবাগে আমাদের ওপর পুলিশের হামলার বিচার এবং তিন দফা দাবি পূরণের নিশ্চয়তা না পেলে এ কর্মবিরতি চলবে অনির্দিষ্টকাল।

তিনি আরও জানান, পুলিশ আমাদের ওপর রাবার বুলেট ছুড়েছে, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। শতাধিক শিক্ষক আহত হয়েছেন, অনেকের হাতে-পায়ে, এমনকি কপালেও রাবার বুলেট বিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে পিজি হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির সময় ‘কলম বিসর্জন’ ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা। পরে তারা তিন দফা দাবি নিয়ে শাহবাগ অভিমুখে পদযাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—

  • প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতনস্কেল নবম গ্রেডে উন্নীতকরণ,
  • প্রধান শিক্ষকদের অষ্টম গ্রেডে অন্তর্ভুক্তি,
  • সহকারী ও প্রধান শিক্ষকদের পদোন্নতি কাঠামো ও ভাতা পুনর্বিন্যাস।

প্রাথমিক শিক্ষকদের ঐক্য পরিষদ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শাহবাগ ও শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল থেকেই আশপাশের এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন— শিক্ষকদের ওপর হামলার বিচার না হলে এবং দাবি পূরণে উদ্যোগ না নিলে এ কর্মবিরতি সারাদেশে আরও কঠোর আকার ধারণ করবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ