Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ৩ নভেম্বর ২০২৫

লাগাতার কর্মসূচি নিয়ে মাঠ নামছেন প্রাথমিক শিক্ষকরা

লাগাতার কর্মসূচি নিয়ে মাঠ নামছেন প্রাথমিক শিক্ষকরা
ছবি: সংগৃহীত

দশম গ্রেড বাস্তবায়ন, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। আগামী ৮ নভেম্বর থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হবে।

রোববার (২ নভেম্বর) ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সম্মিলিতভাবে এ কর্মসূচি সফল করতে মাঠে নামবেন।

আন্দোলনের নেতৃত্ব দেবেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ, দশম গ্রেড বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক মু. মাহবুবুর রহমান এবং অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, বারবার আশ্বাস দেয়ার পরও কর্তৃপক্ষ আমাদের দাবি পূরণে কোনও উদ্যোগ নেয়নি। তাই আমরা বাধ্য হয়েছি আবারও রাস্তায় নামতে।

সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, এ আন্দোলন এখন আর কোনও একক সংগঠনের নয়, বরং সব প্রাথমিক শিক্ষকের সম্মিলিত কর্মসূচি। যারা এখনও বিশ্বাস করেন ঘরে বসে দাবি আদায় সম্ভব, তারা ভুল করছেন। দাবি আদায় হবে মাঠে নামলেই।

তিনি আরও বলেন, পুলিশের সাব-ইন্সপেক্টর, নার্স, কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিবসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেডে বেতন পান। অথচ সর্বোচ্চ ডিগ্রিধারী প্রাথমিক সহকারী শিক্ষকরা এখনও ১১তম গ্রেডে পড়ে আছেন। এটা সম্পূর্ণ বৈষম্য।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ জানান, আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে। এর আগে ১৭ অক্টোবর আমরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলাম, কিন্তু কিছু বিভ্রান্তির কারণে তা স্থগিত করা হয়— যা আসলে আন্দোলনের জন্য ক্ষতিকর ছিলো।

তিনি বলেন, এবার কোনও বিভাজন নয়, আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো যতক্ষণ না আমাদের তিন দফা দাবি পূরণ হয়।

সবার দেশ/কেএম

সর্বশেষ