Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০১:২২, ২৩ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে ভবনে ফাটল, মালিবাগ মাদরাসা বন্ধ ঘোষণা

ভূমিকম্পে ভবনে ফাটল, মালিবাগ মাদরাসা বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী কওমি মাদরাসা জামিয়া শারইয়্যাহ মালিবাগ ভূমিকম্পের কারণে ভবনে ফাটল ধরা পড়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ থেকে আগামী এক সপ্তাহ মাদরাসায় ছুটি থাকবে।

মুহতামিম মুফতি আবু সাঈদ এক গণমাধ্যমকে বলেন, ছাত্রদের নিরাপত্তা সবার আগে। আফটার শকের কারণে ছাত্রদের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়েছে। তাই মাদরাসা বন্ধ রাখা এবং ছুটি ঘোষণা করা অত্যাবশ্যক হয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ