Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ১৮ মে ২০২৫

শাহজালাল বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেফতার

হাসিনা পালালেও ধরা খেলেন পর্দার হাসিনা

হাসিনা পালালেও ধরা খেলেন পর্দার হাসিনা
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দর থেকে থাইল্যান্ডে রওনা হওয়ার আগমুহূর্তে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রোববার (১৮ মে) সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জানা গেছে, রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া এক হত্যা চেষ্টা মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। সে মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয় এবং পরবর্তীতে থানার পরিবর্তে পাঠানো হয় ঢাকার মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে।

জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত এক ঘটনায় অভিনেত্রী নুসরাত ফারিয়া সহ ১৭ জন শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করেন এনামুল হক নামে এক ব্যক্তি। মামলায় অভিযোগ করা হয়, আন্দোলন দমনে আওয়ামী লীগের পক্ষে অর্থায়ন করেছেন ফারিয়া। এমনকি আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের সময় বাদী এনামুল হক আহত হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মামলাটি এখন ভাটারা থানায় তদন্তাধীন থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য ফারিয়াকে রাখা হয়েছে গোয়েন্দা কার্যালয়ে।

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয়েছিলো রেডিও জকি হিসেবে। এরপর উপস্থাপনায় জনপ্রিয়তা পান এবং ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। দুই বাংলায় দাপটের সঙ্গে কাজ করেছেন প্রায় ২০টিরও বেশি ছবিতে। গেল ঈদে মুক্তি পাওয়া ‘জ্বিন-৩’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়।

এ জনপ্রিয় অভিনেত্রী যখন নতুন কোনো ছবির শুটিংয়ের প্রস্তুতি নেবেন বলে ধারণা করা হচ্ছিলো, তখনই হঠাৎ এমন গ্রেফতারের ঘটনায় চমকে উঠেছে তার ভক্তরা। আগামীকাল সোমবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে ডিবি সূত্র।

পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন সময়ই বলবে। তবে আপাতত রঙিন পর্দার হাসিনা রয়ে গেছেন ধূসর বাস্তবতার জালে বন্দি।

সবার দেশ/কেএম