Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২, ১৯ মে ২০২৫

জানালেন এম এ মালিক

তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত ঈদের পর

তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত ঈদের পর
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন—সে বিষয়ে সিদ্ধান্ত আসছে ঈদের পর। এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

রোববার (১৮ মে) সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা’র সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, তারেক রহমান নিজেই ঈদের পরে দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

এ সময় এম এ মালিক ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিগত সরকার শত শত বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। এ সব কিছুর বিচার হওয়া প্রয়োজন।

এম এ মালিক আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সবার দেশ/কেএম