Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:০৪, ২২ অক্টোবর ২০২৫

প্রমোশন না করায় উদ্যোক্তার ক্ষোভ, ক্ষতিপূরণ দাবি

প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ

প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে এক নারী উদ্যোক্তা আইনি নোটিশ পাঠিয়েছেন। অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী প্রমোশনাল ফটোশুট না করায় উদ্যোক্তা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) ‘ঝিলিক’ নামে এক নারী উদ্যোক্তা তানজিন তিশার বরাবর এ নোটিশ পাঠান তার আইনজীবী।

নোটিশে উল্লেখ করা হয়, তানজিন তিশা বাংলাদেশের সুপরিচিত অভিনেত্রী, মডেল ও টেলিভিশন উপস্থাপিকা। মিডিয়া জগতে দীর্ঘদিন কাজের সুবাদে তিনি ‘Aponia’ নামের একটি অনলাইন শাড়ির পেজের সঙ্গে যুক্ত হন। সেখানে তিনি একটি শাড়ি পছন্দ করেন, যার বাজারমূল্য ২৮ হাজার ৮০০ টাকা।

তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডি থেকে শাড়িটি কেনার ইচ্ছা প্রকাশ করলে উদ্যোক্তা তাকে ‘পেজ প্রমোশন’-এর শর্তে বিনামূল্যে সে শাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেন। সরল বিশ্বাসে অভিনেত্রীর আবাসিক ঠিকানায় শাড়িটি পাঠানো হয়।

নোটিশে দাবি করা হয়েছে, তানজিন তিশা শাড়ি পাওয়ার পর বিভিন্ন ভয়েস ম্যাসেজ ও টেক্সটের মাধ্যমে শিগগিরই সেটি পরিধান করে পেজ প্রমোশন করবেন বলে আশ্বাস দেন। কিন্তু ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণের পর ১০ মাস পার হয়ে গেলেও তিনি আর কোনও প্রমোশন করেননি, এমনকি পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও বন্ধ রাখেন।

নোটিশে আরও বলা হয়, উদ্যোক্তা বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিশার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। পরে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এলে তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন— 

গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। 

উদ্যোক্তার ভাষ্য, 

এ মন্তব্যটি মানহানিকর, বানোয়াট ও সত্য গোপনের উদ্দেশ্যে দেয়া হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, তানজিন তিশা পেজ প্রমোশন না করে এবং শাড়ির মূল্য পরিশোধে বিরত থেকে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, যা বিশ্বাসভঙ্গ ও প্রতারণার শামিল। এটি দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

উদ্যোক্তার আইনজীবী নোটিশে আরও উল্লেখ করেছেন, তানজিন তিশা যেন নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ২৮,৮০০ টাকার শাড়ির দামসহ মোট এক লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করেন এবং উদ্যোক্তার কাছে প্রকাশ্যে ক্ষমা চান। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, যার দায় তাকেই বহন করতে হবে।

আরও পড়ুন <<>> কাশফুলের শুভ্রতায় রূপের জাদু ছড়ালেন বুবলী

তবে তানজিন তিশার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন