Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১২:৫২, ১৩ জানুয়ারি ২০২৫

দাবানলে হলিউড তারকার মৃত্যু

ছেলের মৃত্যুতে আক্ষেপ করে মা শেলী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় শেলী লিখেছেন, বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য ও একটা উপহার ছিল।

দাবানলে হলিউড তারকার মৃত্যু
ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলসে সপ্তাহব্যাপী বিধ্বংসী দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজের। জানা যায়, লস অ্যাঞ্জেলসের মালিবুতে ১৭ একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন স্কাইজ। ছেলের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন মা শেলী স্কাইজ।

একসপ্তাহের বেশি সময় ধরে দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। ভয়াবহ এ প্রাকৃতিক ধ্বংসযঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে এ শহরের স্থানীয় লাখো মানুষ। বিশেষ করে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে হলিউডের অনেক নামি-দামি তারকারা।

১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত স্কাইজ খবরের শিরোনামে উঠে আসেন তৎকালীন ব্রিটিশ ধারাবাহিক কিডি ক্যাপারের মাধ্যমে।

ছেলের মৃত্যুতে আক্ষেপ করে মা শেলী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় শেলী লিখেছেন, বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য ও একটা উপহার ছিল।

এসময় তিনি আরও বলেন, অনেক চেষ্টা করেছিলাম বাড়ির আগুন নেভাতে। কিন্তু পানি দেয়ার সময়ে দেখা গেল পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ওর ঘরের ছাদে পানি দিতে পারিনি কারণ কোনও পাইপে পানি আসছিল না। এমনকি দমকল কর্মীদের কাছেও কোনও পানি ছিল না।

উল্লেখ্য, বিভীষিকাময় এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে যা নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস কাউন্টির চিকিৎসা পর্যবেক্ষকরা। তারা জানিয়েছেন, হতাহতদের ঘটনায় চলছে তদন্ত। অনাকাঙ্ক্ষিত এ বিপর্যয়ে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির মাত্রা দাঁড়িয়েছে প্রায় ২৫০ বিলিয়ন ডলার।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান
ট্রাম্পকে প্রকাশ্য হত্যার হুমকি, তেহরানের বার্তা ঘিরে উত্তেজনা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
বাজার স্থিতিশীল করতে এলপি গ্যাস আমদানির পথে সরকার
ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা
সিলেট সীমান্তে বিস্ফোরকের রহস্যজনক প্রবেশ: নাশকতার আশঙ্কা
পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট
নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক