Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:২৭, ১০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:২৭, ১০ ডিসেম্বর ২০২৫

বায়োপিকের নতুন পোস্টার

তামান্নার রূপে ‘জয়শ্রী’, প্রকাশ হলো ‘ভি. শান্তারাম’ 

তামান্নার রূপে ‘জয়শ্রী’, প্রকাশ হলো ‘ভি. শান্তারাম’ 
ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমার কিংবদন্তি নির্মাতা ভি. শান্তারামের জীবনী নিয়ে নির্মিত বায়োপিকের নতুন পোস্টার প্রকাশের পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবিতে তিনি শান্তারামের দ্বিতীয় স্ত্রী ও খ্যাতনামা অভিনেত্রী জয়শ্রী চরিত্রে অভিনয় করছেন। 

পোস্টারে তামান্নার চেহারায় জয়শ্রীর নান্দনিকতা, আভিজাত্য ও সে সময়কার চলচ্চিত্র-ঐতিহ্যের আবহ যেনো দারুণভাবে ফুটে উঠেছে। তার সঙ্গে ছবিতে থাকছেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী।

জয়শ্রী ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক উজ্জ্বল নাম। ‘ড. কোটনিস কি অমর কাহানি’, ‘শকুন্তলা’, ‘চন্দ্ররাও মোরে’ ও ‘দাহেজ’-এর মতো কালজয়ী ছবিতে অভিনয় করে তিনি স্মরণীয় হয়ে আছেন। সে চরিত্রে নিজেকে তুলে ধরতে পেরে তামান্না বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, সিনেমার সবচেয়ে প্রভাবশালী সময়ের এক চরিত্রকে ফুটিয়ে তোলা তার জন্য বিরাট দায়িত্ব ও একই সঙ্গে গভীর সম্মানের। জয়শ্রীর অদ্বিতীয় মাধুর্য পুনরায় পর্দায় তুলে ধরা তার ক্যারিয়ারের এক অনন্য অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন তিনি।

তামান্নার ভাষায়, শান্তারাম শুধু একজন চলচ্চিত্রকার নন, তিনি ছিলেন একটি যুগের পরিচায়ক। তার সৃষ্ট আভিজাত্য ও ভাবনা আজও প্রজন্মকে আলোড়িত করে। এ কিংবদন্তির জীবনের অন্তরালের গল্প বুঝতে পারা তার জন্য ছিল এক নতুন শেখার যাত্রা।

নতুন পোস্টার উন্মোচন করে নির্মাতারা জানান, জয়শ্রী ছিলেন এক যুগের উজ্জ্বল নক্ষত্র—যিনি ঐতিহ্যের পেছনে নীরব শক্তি হয়ে উঠেছিলেন। বায়োপিকটি সে ইতিহাসের দরজা আবারও খুলে দেবে।

‘ভি. শান্তারাম’ বায়োপিকটি তুলে ধরবে শান্তারামের সম্পূর্ণ জীবনযাত্রা—নির্বাক যুগ থেকে তার ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী পরিচালক হয়ে ওঠার পথচলা। তার সংগ্রাম, শিল্পদৃষ্টি, ভাঙাগড়া ও চলচ্চিত্র ভাষার নবতর দিশা—সবই উঠে আসবে এ ছবিতে।

রাজকমল এন্টারটেইনমেন্ট, ক্যামেরা টেক ফিল্মস ও রোরিং রিভার্স প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ ছবির প্রযোজক রাহুল কিরণ শান্তারাম, সুভাষ কালে ও সরিতা অশ্বিন বার্ডে। পরিচালনা করেছেন অভিজিৎ শিরীষ দেশপান্ডে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা