সৌদিতে গান করতে গিয়ে হিজাব পরলেন মার্কিন র্যাপার কার্দি বি
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এমডিএলবিস্ট সাউন্ডস্টর্ম সংগীত উৎসবে পারফর্ম করতে গিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন র্যাপার কার্দি বি আলোচনায় এসেছেন। সৌদির অন্যতম বৃহৎ এ উৎসবে তার হাইপ্রোফাইল পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।
কার্দি বি সৌদিতে পৌঁছে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি কালো রঙের ঢিলেঢালা পোশাক ও হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন,
হ্যালো সৌদি আরব। হালাল বি এসেছে
সঙ্গে সৌদি আরবের পতাকার রঙের একটি লাভ ইমোজিও দিয়েছেন। পরদিন রিয়াদের একটি শপিং মল ও বিভিন্ন স্থানে একই পোশাকে তাকে ঘুরতে দেখা যায়।
মঞ্চে ওঠার সময় কার্দি বি দর্শকদের উদ্দেশে সৌদি আরবের ঐতিহ্যবাহী সম্ভাষণ ‘আসসালামু আলাইকুম’ বলেন এবং ‘মাশাল্লাহ’ শব্দও ব্যবহার করেন। সাধারণত স্পষ্ট ভাষা ও সাহসী মঞ্চ উপস্থিতির জন্য পরিচিত এ র্যাপার সৌদিতে পারফরম্যান্সের সময় সংযত আচরণ এবং পোশাক প্রদর্শন করেছেন। তার পরিধান ছিলো ঘাড় থেকে পা পর্যন্ত ঢাকা, যা তার স্বাভাবিক মঞ্চ পোশাকের তুলনায় ভিন্ন।
সৌদিতে অবস্থানকালে কার্দি বি রিয়াদের আধুনিক অবকাঠামোর প্রশংসা করেন এবং বলেন, শহরটি ‘একেবারে নতুনের মতো’ মনে হয়েছে। হোটেলে তাকে বিশেষ আপ্যায়ন হিসেবে ডেজার্ট দেয়া হয় এবং হোটেল কক্ষে ব্যায়াম করার সুবিধাও পেয়েছেন। তিনি বলেন, এখানকার ছোট বাচ্চা থেকে বড়রা সবাই আমাকে চেনে। মানুষ খুবই ভদ্র ও শালীন।
কার্দি বি ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন স্থানে পারফর্ম করেছেন। তার এ সফর এমন এক সময়ে হয়েছে, যখন সৌদি আরব বিনোদন খাত সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক তারকাদের আকর্ষণ করছে। যদিও দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে এখনও সমালোচনার বিষয় রয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জেনিফার লোপেজ, সেলিন ডিওন ও এমিনেমের মতো পশ্চিমা তারকারাও উপসাগরীয় অঞ্চলে পারফর্ম করেছেন।
সবার দেশ/কেএম




























