জুলাই-আগস্ট হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধ মামলা
কাদের–আরাফাতসহ ৭ আওয়ামী নেতা অভিযুক্ত
চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এর রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশন অভিযোগপত্র জমা দেয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
অভিযোগের তালিকায় রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশন জানায়, সাত নেতার বিরুদ্ধে তদন্তপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং প্রাপ্ত তথ্য–উপাত্তের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে। গত ৮ ডিসেম্বরই তদন্ত শেষ হওয়ার ঘোষণা দেয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, গত জুলাই ও আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড, সংগঠিত আক্রমণ এবং সহিংসতাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ আইনি প্রক্রিয়া এখন ট্রাইব্যুনালের বিচারিক ধাপে অগ্রসর হবে।
সবার দেশ/কেএম




























