হোয়াটসঅ্যাপ এবার ব্যবহার করা যাবে মোবাইল নম্বর ছাড়াই
বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার আনছে যুগান্তকারী পরিবর্তন। ব্যবহারকারীদের সুবিধা ও নিরাপত্তা বাড়াতে এবার এমন এক ফিচার চালু করতে যাচ্ছে তারা, যেখানে আর প্রয়োজন হবে না মোবাইল নম্বরের।
প্রযুক্তি জায়ান্ট মেটার সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ব্যবহারকারীরা মোবাইল নম্বর ছাড়াই যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে। সংস্থাটি বলছে, এ নতুন ব্যবস্থা চালু হলে গোপনীয়তা আরও সুরক্ষিত হবে এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি কমে আসবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে মোবাইল নম্বর আবশ্যক। তবে নতুন ব্যবস্থায় প্রতিটি ব্যবহারকারীকে দেয়া হবে একটি ইউনিক ইউজারনেম—যেমনটা ইনস্টাগ্রামে ব্যবহৃত হয়। এ ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে, খুঁজে পাওয়া যাবে অন্য ব্যবহারকারীকেও।
জানা গেছে, ফিচারটি এখন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বিটা ইউজারদের জন্য। সফলভাবে পরীক্ষা শেষ হলে শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ পরিবর্তন হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতায় বড় ধরনের রূপান্তর আনবে। এতে শুধু নিরাপত্তাই নয়, যোগাযোগের ধরনও অনেকটা বদলে যাবে।
এর আগে হোয়াটসঅ্যাপ এনেছিলো ‘ট্রান্সলেট’ ফিচার, যা ব্যবহারকারীদের যে কোনো ভাষার বার্তা এক ক্লিকে অনুবাদ করতে দেয়। কোনও মেসেজ বুঝতে সমস্যা হলে সেটিতে লং প্রেস করলেই দেখা যায় ‘ট্রান্সলেট’ অপশন, সেখান থেকে পছন্দের ভাষায় অনুবাদ করে নেয়া যায় তাৎক্ষণিকভাবে।
প্রযুক্তি পর্যবেক্ষকদের মতে, একের পর এক এমন নতুন ফিচার যোগ করেই ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও আধুনিক ও ব্যক্তিগত করে তুলছে হোয়াটসঅ্যাপ। আর মোবাইল নম্বরবিহীন লগইন ফিচারটি চালু হলে, যোগাযোগের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় এটি হতে পারে একটি বড় পদক্ষেপ।
সবার দেশ/কেএম




























