ভারতের হামলার ‘কঠোর’ জবাব দিচ্ছে পাকিস্তান: শেহবাজ শরীফ

ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার গভীর রাতে সোশ্যাল মিডিয়া এক্স-এ দেয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডের পাঁচটি স্থানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ভারত। এর কঠিন জবাব দেয়ার অধিকার পাকিস্তানের রয়েছে—এবং সেভাবেই জবাব দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর ভাষ্যে উঠে আসে যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান একতাবদ্ধ। তিনি বলেন, পুরো জাতি আজ সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। শত্রুদের মোকাবেলায় আমরা একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছি।
জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক
এ পরিস্থিতিতে শেহবাজ শরীফ ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি সভা আহ্বান করেছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, বুধবার সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সামরিক ও বেসামরিক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং পরবর্তী কৌশল নির্ধারণ করা হবে।
পাকিস্তানের পাল্টা হামলা ও দাবিকৃত সফলতা
এরইমধ্যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ভারতের ‘কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব’ দিচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, প্রতিশোধমূলক হামলায় ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর ধ্বংস করা হয়েছে। এছাড়া এলওসি বরাবর দুধনিয়াল সেক্টরে একটি শত্রু পোস্ট ধ্বংস হয়েছে বলেও দাবি করছে পাকিস্তান।
হামলার শিকার শহর ও হতাহতের হালচিত্র
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের হামলায় আজাদ কাশ্মীরের কোটলি, বাহাওয়ালপুর এবং মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৩ জন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।
চূড়ান্ত সংঘাতের পথে দুই দেশ?
এ মুহূর্তে দক্ষিণ এশিয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় দেশের পক্ষ থেকে পাল্টাপাল্টি আক্রমণ ও পাল্টা প্রতিশ্রুতি পরিস্থিতিকে সরাসরি সামরিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করলেও এখনো যুদ্ধবিরতির কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম