Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ৩০ মে ২০২৫

ঢাকাকে ঘিরে নয়াদিল্লির কৌশল বদল

সীমান্তে রাফায়েল মোতায়েন করলো ভারত

সীমান্তে রাফায়েল মোতায়েন করলো ভারত
ছবি: সংগৃহীত

ভারত তার পূর্ব সীমান্তে নজিরবিহীন সামরিক প্রস্তুতি নিয়েছে। শিলিগুড়ি করিডোরে মোতায়েন করা হয়েছে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান ও রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

এ করিডোরটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে ভারতের মূলভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। পাশেই রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীন। ফলে এ এলাকাটি ভূরাজনীতির দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর।

কেনো এ পদক্ষেপ?

ভারত বলছে, চীন-ভুটান সীমান্তে সাম্প্রতিক সামরিক মহড়া এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির হঠাৎ পরিবর্তনে তারা সজাগ হয়েছে। বিশেষ করে ঢাকায় একটি সম্ভাব্য অন্তর্বর্তী সরকারের চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে যাওয়ার খবর তাদের উদ্বিগ্ন করেছে।

জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে উদ্বেগ:

বাংলাদেশ চীন-পাকিস্তানি তৈরি ৩২টি জেএফ-১৭ যুদ্ধবিমান কিনতে পারে—এমন খবরে ভারতের উদ্বেগ আরও বেড়েছে। কারণ, এসব যুদ্ধবিমান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং ভারতের উত্তর সীমান্তে হুমকি হয়ে উঠতে পারে।

নতুন নিয়ম ও নজরদারি:

ভারত সীমান্তবর্তী এলাকায় ড্রোন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে এবং গোটা পূর্ব সীমান্তজুড়ে আকাশপথে নজরদারি বাড়িয়েছে।

সরকারি বার্তা:

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা এ অঞ্চলের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবো। এটা ছিলো ভারতের পক্ষ থেকে একটি স্পষ্ট সতর্কবার্তা।

বার্তা স্পষ্ট:

ভারত জানিয়ে দিয়েছে—শিলিগুড়ি করিডোর শুধু পথ নয়, এটি এখন ‘লাল রেখা’। উত্তর (চীন) কিংবা পূর্ব (বাংলাদেশ) থেকে যদি কেউ আগ্রাসী ভূমিকা নেয়, তাহলে ভারত জবাব দেবে পূর্ণ সামরিক শক্তি নিয়ে।

সবার দেশ/কেএম

সর্বশেষ