Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ৭ মে ২০২৫

আপডেট: ১১:৪৪, ৭ মে ২০২৫

পাকিস্তানের দাবি

সীমান্তে সাদা পতাকা তুলে পালালো ভারতীয় সেনারা

সীমান্তে সাদা পতাকা তুলে পালালো ভারতীয় সেনারা
ছবি: সংগৃহীত

পাকিস্তান দাবি করেছে, কাশ্মীর সীমান্তে (এলওসি) নিজেদের এক সামরিক চৌকি থেকে সাদা পতাকা তুলে পালিয়েছে ভারতীয় সেনারা। সাদা পতাকা সাধারণত আত্মসমর্পণের প্রতীক।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, প্রথমে ভারত তদন্তে রাজি হয়নি, এখন আবার সীমান্ত থেকেও পালিয়ে গেছে।

তবে এ দাবির সত্যতা আল জাজিরা নিশ্চিত করতে পারেনি।

এদিকে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তে তীব্র গোলাগুলির খবর পাওয়া গেছে। পাকিস্তান জানায়, ভারতীয় হামলায় অন্তত ৮ জন নিহত, আহত ৩৫ জন। হামলায় দুটি মসজিদসহ ৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ভারত দাবি করেছে, পাকিস্তানি গোলায় তাদের ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এ সংঘাত নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, বিশ্বকে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, দুই দেশের উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

সবার দেশ/কেএম