ছদ্মনামে যুক্তরাজ্যে ফ্ল্যাট কিনেছেন নেতানিয়াহুর ছেলে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনার নেতানিয়াহু ছদ্মনাম ব্যবহার করে যুক্তরাজ্যে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম কালকালিস্ত ও ব্রিটিশ ভূমি রেজিস্ট্রির তথ্যের ভিত্তিতে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের অক্টোবরে ব্রিটেনের অক্সফোর্ড শহরে ৫ লাখ ২ হাজার ৫০০ পাউন্ড মূল্যের (বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি টাকা) একটি অ্যাপার্টমেন্ট কেনেন আভনার। ওই সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ঘোষিত বাজেটের কারণে পাউন্ডের মান ধস নেমে আসে।
সংবাদমাধ্যমটির দাবি, অ্যাপার্টমেন্ট কেনার জন্য আভনার ১৯ লাখ ৮০ হাজার ইসরায়েলি শেকেল পরিশোধ করেন, যা ইসরায়েলে বিদেশে সম্পদ কেনার ক্ষেত্রে বাধ্যতামূলক ঘোষণার সীমা ২০ লাখ শেকেলের নিচে।
ভূমি রেজিস্ট্রির তথ্য অনুসারে, অ্যাপার্টমেন্টটি ‘আভি আভনার সেগাল’ নামে কেনা হয়েছে। এটি আভনার নেতানিয়াহুর একটি বৈধ ছদ্মনাম, যা তিনি তার দাদির পদবি থেকে গ্রহণ করেছেন।
এ বিষয়ে সমালোচনার জবাবে আভনার বলেন, নাম পরিবর্তনের পুরো প্রক্রিয়াটি আইনি ছিলো এবং ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তা নিবন্ধিত হয়েছে। তিনি বলেন, আমি প্রথমে পরিচয়পত্রে, এরপর পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সেও নাম পরিবর্তন করেছি। সবকিছুই নিয়ম মেনেই হয়েছে।
তিনি আরও দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাজ্যের কর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব তথ্য জানানো হয়েছে।
বর্তমানে ‘স্ট্র্যাটেজি অ্যান্ড’ নামক একটি কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠানে কর্মরত আভনার জানান, নিরাপত্তার কারণে তিনি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন।
তিনি বলেন, যখন আমি ওই অ্যাপার্টমেন্ট কিনি, তখন আমার বাবা বিরোধীদলীয় নেতা ছিলেন। বিদেশে পড়াশোনার সময় আমার জন্য ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের নিরাপত্তা চাওয়া হলেও তা মঞ্জুর হয়নি।
আভনার আরও বলেন, যদি আমার আসল নাম নিয়ে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বা রেলস্টেশনের মতো উন্মুক্ত স্থানে যাই, তাহলে কেউ ছুরি মেরে বসতে পারে— এ আশঙ্কা থেকেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিই।
সবার দেশ/কেএম




























