Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২২, ১৬ জুন ২০২৫

ইরানের হামলার ভয়ে নেতানিয়াহুর ছেলের বিয়ে পন্ড

ইরানের হামলার ভয়ে নেতানিয়াহুর ছেলের বিয়ে পন্ড
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে স্থগিত করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছোট ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ের অনুষ্ঠান। সোমবার (১৬ জুন) তার দীর্ঘদিনের সঙ্গী অমিত ইয়ার্দেনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিলো।

শনিবার (১৪ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

জানা যায়, তেলআবিবের অদূরে অবস্থিত অভিজাত স্থান ‘রোনিত ফার্ম’-এ আয়োজিত হতে যাচ্ছিলো এ বিয়ের অনুষ্ঠান। আভনার নিজেই অতিথিদের তালিকা প্রস্তুত করেছিলেন, যেখানে কয়েকশ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। তবে কোনও রাজনীতিবিদ, মন্ত্রী কিংবা নেসেট সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।

তবে বিয়ের আয়োজন নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছিলো। বিরোধী দলসহ নানা মহল থেকে সমালোচনা ওঠে যে, গাজায় হামাসের হাতে ইসরায়েলিরা বন্দি থাকলেও প্রধানমন্ত্রী পরিবারে উৎসবমুখর আয়োজন চলছে—এটি অনৈতিক।

এ অবস্থার মধ্যেই শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়। হামলার লক্ষ্য ছিলো ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক ইনস্টলেশন ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এর পাল্টা প্রতিক্রিয়ায় শনিবার ভোরে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে।

ফলে ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি হয়। সাইরেন বাজতে থাকে, সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে বাধ্য হয়। এ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় বিয়ের অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় নেতানিয়াহু পরিবার।

আভনারের বিয়ের স্থান হিসেবে নির্ধারিত ছিলো তেলআবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরের কিবুৎজ ইয়াকুম। অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছিলো। এমনকি সোমবার ওই এলাকার ১.৫ কিলোমিটার রেডিয়াসে আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিলো। তবে পরিস্থিতির দ্রুত অবনতির কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

বর্তমান উত্তেজনা যতদিন না থামে, ততদিন নেতানিয়াহুর পরিবারের এ আয়োজন আর পুনরায় নির্ধারণ করা সম্ভব নয় বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন