Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৪, ১১ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৩

যুক্তরাষ্ট্রে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাকসনর্ট শহরে সামরিক ও বেসামরিক খাতে বিস্ফোরক তৈরির কারখানায় শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিস্ফোরণ ঘটেছে। এতে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে কতজন হতাহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। কয়েকজন কর্মীও নিখোঁজ রয়েছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ক্রিস ডেভিস জানান, বিস্ফোরণ ঘটেছে অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস নামের প্রতিষ্ঠানের কারখানায়। শুক্রবার সকাল পৌনে আটটার দিকে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস সামরিক বাহিনীর পাশাপাশি উড়োজাহাজ ও মহাকাশ প্রযুক্তি এবং বেসরকারি খাতের জন্য বিস্ফোরক উৎপাদন করে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ১,৩০০ একর এলাকায় অবস্থিত, যেখানে কারখানা ও গবেষণাগার রয়েছে।

স্থানীয় হিকম্যান এলাকার মেয়র জিম বেটস জানান, কারখানায় এর আগে কোনো নিরাপত্তা ত্রুটি পাওয়া যায়নি। তবে ২০১৪ সালে এখানে গোলাবারুদে ছোট একটি বিস্ফোরণ ঘটে, তাতে একজন নিহত ও তিনজন আহত হন।

এখন উদ্ধারকারী দল নিখোঁজ কর্মীদের খোঁজ চালাচ্ছে এবং বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ