Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪১, ১৬ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, জরুরি অবস্থা ঘোষণা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সোমবার (১৪ জুলাই) স্থানীয় সময় দুপুর থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে শহরগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় নিউজার্সির গভর্নর ফিল মার্ফে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বৃষ্টিজনিত বন্যায় সড়ক ও রেলপথে যানচলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। নিউইয়র্ক ও নিউজার্সির বেশ কিছু এলাকায় সাবওয়ে ট্রেন বন্ধ রাখা হয়েছে। যেসব রুট আংশিক সচল ছিলো, সেখানেও সময়মতো ট্রেন চলেনি, অনেকগুলো ঘণ্টার পর ঘণ্টা বিলম্বে পৌঁছেছে।

নিউজার্সির গভর্নর ফিল মার্ফে এক বিবৃতিতে জানিয়েছেন, পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছে। জনগণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে অনুরোধ করা হচ্ছে। রাস্তাঘাট বিপজ্জনক হয়ে উঠেছে।

নিউইয়র্ক সিটির ম্যানহাটনে ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, সাবওয়ের প্ল্যাটফর্ম পানিতে ডুবে গেছে। এমনকি পানি ট্রেনের বগির ভেতর পর্যন্ত ঢুকে পড়ে। যাত্রীরা আসনের ওপর দাঁড়িয়ে থেকে পানি থেকে বাঁচার চেষ্টা করেন।

ওয়েস্টচেস্টার কাউন্টিতে কয়েকটি গাড়ি বন্যার পানিতে আটকা পড়ে যায়। গাড়িগুলোর ভেতরে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে কাজ শুরু করে স্থানীয় উদ্ধারকারী দল।

প্রতিবেদন অনুযায়ী, বন্যার প্রভাবে বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে এবং বিভিন্ন বাস ও ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি।

আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কায় নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়াসহ আশপাশের রাজ্যগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি রাখা হয়েছে। জরুরি সেবা ও উদ্ধার কার্যক্রম চালাতে প্রস্তুত রাখা হয়েছে ন্যাশনাল গার্ড সদস্যদেরও।

সবার দেশ/কেএম

সর্বশেষ