Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫:২১, ২ নভেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় চাঞ্চল্য

৩০০ কোটি কাবিনে ২৪ এর তরুণীকে বিয়ে করলেন ৭৪ বছরের বৃদ্ধ

৩০০ কোটি কাবিনে ২৪ এর তরুণীকে বিয়ে করলেন ৭৪ বছরের বৃদ্ধ
ছবি: সংগৃহীত

ভালোবাসার কোনো বয়স নেই—এমন প্রবাদ যেনো বাস্তবে প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের পাসিতান এলাকার ৭৪ বছর বয়সী তারমান। তিনি বিয়ে করেছেন ২৪ বছরের তরুণী শেলা আরিকাকে, আর মোহরানা দিয়েছেন অবিশ্বাস্য ৩০০ কোটি রুপিয়াহ—বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা।

গত ১ অক্টোবর অনুষ্ঠিত এ বিয়ে এখন পুরো ইন্দোনেশিয়ার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। বয়সের বিশাল ব্যবধান—প্রায় ৫০ বছর—এবং বিপুল পরিমাণ মোহরানা দেওয়ার কারণে বিয়েটি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু মোহরানাই নয়, বর তারমান বিয়েতে অংশ নেয়া প্রত্যেক অতিথিকে ১ লক্ষ রুপিয়াহ (প্রায় ৭৫০ টাকা) করে উপহার দেন। এ ঘটনাকে কেউ কেউ ‘অবিশ্বাস্য রোমান্স’ বলে বর্ণনা করছেন, আবার অনেকে দেখছেন প্রচারণার কৌশল হিসেবে।

তবে বিতর্ক এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, কনের পরিবারের সদস্যরাও এ বিয়ে নিয়ে অস্বস্তিতে রয়েছেন। শেলার এক আত্মীয় লিখেছেন, আমরা ওকে সাবধান করেছিলাম, কিন্তু সে শোনেনি। এখন সবাই এ বিয়ে নিয়ে হাসাহাসি করছে।

অন্যদিকে, বর তারমান নিজ অবস্থানে অনড়। তিনি বলেন, মোহরানার অর্থ সম্পূর্ণ বৈধ, এটি এসেছে ব্যাংক সেন্ট্রাল এশিয়া (বিসিএ) থেকে। আমি মিথ্যা কিছু করতে চাইনি।

তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধানে জানা গেছে, তারমানের অতীত বিতর্কমুক্ত নয়। তিনি একসময় প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন, যা তার আর্থিক সামর্থ্য ও এ বিয়ের বৈধতা নিয়ে আরও প্রশ্ন তুলেছে।

এটি তার প্রথম বিয়ে কি না—সে নিয়েও নিশ্চিত কিছু জানা যায়নি। কিন্তু একথা নিশ্চিত, পূর্ব জাভার এ বয়স-বেমানান ও কোটি টাকার মোহরানার বিয়ে এখন পুরো ইন্দোনেশিয়াজুড়ে আলোচনার ঝড় তুলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন