Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫:২১, ২ নভেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় চাঞ্চল্য

৩০০ কোটি কাবিনে ২৪ এর তরুণীকে বিয়ে করলেন ৭৪ বছরের বৃদ্ধ

৩০০ কোটি কাবিনে ২৪ এর তরুণীকে বিয়ে করলেন ৭৪ বছরের বৃদ্ধ
ছবি: সংগৃহীত

ভালোবাসার কোনো বয়স নেই—এমন প্রবাদ যেনো বাস্তবে প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের পাসিতান এলাকার ৭৪ বছর বয়সী তারমান। তিনি বিয়ে করেছেন ২৪ বছরের তরুণী শেলা আরিকাকে, আর মোহরানা দিয়েছেন অবিশ্বাস্য ৩০০ কোটি রুপিয়াহ—বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা।

গত ১ অক্টোবর অনুষ্ঠিত এ বিয়ে এখন পুরো ইন্দোনেশিয়ার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। বয়সের বিশাল ব্যবধান—প্রায় ৫০ বছর—এবং বিপুল পরিমাণ মোহরানা দেওয়ার কারণে বিয়েটি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু মোহরানাই নয়, বর তারমান বিয়েতে অংশ নেয়া প্রত্যেক অতিথিকে ১ লক্ষ রুপিয়াহ (প্রায় ৭৫০ টাকা) করে উপহার দেন। এ ঘটনাকে কেউ কেউ ‘অবিশ্বাস্য রোমান্স’ বলে বর্ণনা করছেন, আবার অনেকে দেখছেন প্রচারণার কৌশল হিসেবে।

তবে বিতর্ক এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, কনের পরিবারের সদস্যরাও এ বিয়ে নিয়ে অস্বস্তিতে রয়েছেন। শেলার এক আত্মীয় লিখেছেন, আমরা ওকে সাবধান করেছিলাম, কিন্তু সে শোনেনি। এখন সবাই এ বিয়ে নিয়ে হাসাহাসি করছে।

অন্যদিকে, বর তারমান নিজ অবস্থানে অনড়। তিনি বলেন, মোহরানার অর্থ সম্পূর্ণ বৈধ, এটি এসেছে ব্যাংক সেন্ট্রাল এশিয়া (বিসিএ) থেকে। আমি মিথ্যা কিছু করতে চাইনি।

তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধানে জানা গেছে, তারমানের অতীত বিতর্কমুক্ত নয়। তিনি একসময় প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন, যা তার আর্থিক সামর্থ্য ও এ বিয়ের বৈধতা নিয়ে আরও প্রশ্ন তুলেছে।

এটি তার প্রথম বিয়ে কি না—সে নিয়েও নিশ্চিত কিছু জানা যায়নি। কিন্তু একথা নিশ্চিত, পূর্ব জাভার এ বয়স-বেমানান ও কোটি টাকার মোহরানার বিয়ে এখন পুরো ইন্দোনেশিয়াজুড়ে আলোচনার ঝড় তুলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি