থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়লো ক্রেন, নিহত ২২
থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন একটি ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তরে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ব্যাংকক থেকে উত্তর-পূর্বাঞ্চলের উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশে যাত্রা করা ট্রেনটি নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলার মধ্য দিয়ে অতিক্রম করছিলো। এ সময় উচ্চগতির রেল প্রকল্পের অংশ হিসেবে নির্মাণাধীন একটি বিশাল ক্রেন হঠাৎ ভেঙে পড়ে সরাসরি ট্রেনের ওপর আঘাত হানে।
ক্রেনটি ট্রেনের একাধিক বগির ওপর পড়ে যাওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু অংশে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১৯৫ জন যাত্রী ও রেলকর্মী ছিলেন। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কীভাবে নির্মাণাধীন ক্রেনটি ভেঙে পড়লো, সে বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় থাইল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: রয়টার্স, বিবিসি
সবার দেশ/কেএম




























