Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ৮ নভেম্বর ২০২৫

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের পাণহানি বেড়ে ১৮৮ জন, নিখোঁজ ১৩৫

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের পাণহানি বেড়ে ১৮৮ জন, নিখোঁজ ১৩৫
ছবি: সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় ‘কালমায়েগি’ ফিলিপাইনজুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়ে গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যানুসারে, মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩৫ জন, আহত হয়েছেন অন্তত ৯৬ জন।

শুক্রবার (৭ নভেম্বর) স্থানীয় গণমাধ্যম ইনকোয়ারার জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে ফিলিপাইনের বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। এরপর ঘূর্ণিঝড়টি ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

সরকারি হিসাব অনুযায়ী, মোট ২২ লাখ ৫৮ হাজারেরও বেশি মানুষ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ৩ লাখ ৯৭ হাজারেরও বেশি মানুষ এখনও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

ঘূর্ণিঝড়ে দেশজুড়ে ৯ হাজার ৫৮৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে; এর মধ্যে ২৬৪টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

একই সঙ্গে ফিলিপাইন আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, আগামী এক সপ্তাহের মধ্যেই আরও একটি শক্তিশালী সুপার টাইফুন ‘ফাং-ওং’ দেশটিতে আঘাত হানতে পারে। ফলে উদ্ধার ও পুনর্বাসনকাজের মধ্যেই নতুন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

অন্যদিকে, ভিয়েতনামের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড় কালমায়েগির প্রভাবে দেশটির বহু এলাকায় বাড়ির ছাদ উড়ে গেছে, রাস্তা প্লাবিত হয়েছে, গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে, ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস, আর ৫০০টিরও বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চল থেকে ৯ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ফিলিপাইনের দুর্যোগ ত্রাণ কর্মকর্তারা বলছেন, উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং নিখোঁজদের খোঁজে নৌ ও বিমান বাহিনী যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ