Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৯, ১৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৫০, ১৭ ডিসেম্বর ২০২৫

সিডনি হামলায় ধোঁয়াশা, বন্দুকধারী পাকিস্তানি না ভারতীয়—যা জানা গেলো

সিডনি হামলায় ধোঁয়াশা, বন্দুকধারী পাকিস্তানি না ভারতীয়—যা জানা গেলো
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলার পর সন্দেহভাজন হামলাকারীর জাতীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ও অনানুষ্ঠানিক আলোচনায় তাকে কখনও পাকিস্তানি, কখনো ভারতীয় হিসেবে উল্লেখ করা হলেও এখন পর্যন্ত সরকারি সূত্রে তার পাকিস্তানি নাগরিকত্বের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এ ঘটনার মধ্যেই ফিলিপাইনের অভিবাসন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছে। দেশটির অভিবাসন দফতর জানায়, সন্দেহভাজন হামলাকারী বাবা ও ছেলে চলতি বছরের নভেম্বর মাসের বড় একটি সময় ফিলিপাইনে অবস্থান করেছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—ফিলিপাইনে প্রবেশের সময় বাবা নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন।

ফিলিপাইনের অভিবাসন দফতরের মুখপাত্র ডানা স্যান্ডোভাল জানান, গত ১ নভেম্বর তারা অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফিলিপাইনে প্রবেশ করেন। বাবা সাজিদ আকরাম ভারতীয় নাগরিক পরিচয়ে দেশটিতে প্রবেশ করেন, আর তার ছেলে নাভিদ আকরাম ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক। তাদের গন্তব্য ছিলো ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর দাভাও। পরে ২৮ নভেম্বর তারা ফিলিপাইন ত্যাগ করে আবার সিডনির উদ্দেশে রওনা হন।

হামলার পরপরই সোশ্যাল মিডিয়ায় সন্দেহভাজনকে ‘পাকিস্তানি’ বলে প্রচার শুরু হয়। তবে অস্ট্রেলিয়ার সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনও সরকারি নথি বা বিবৃতিতে তাকে পাকিস্তানি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়নি। বরং প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, বাবা ভারতীয় নাগরিক পরিচয় ব্যবহার করেছেন এবং ছেলের অস্ট্রেলীয় নাগরিকত্ব রয়েছে। পাকিস্তানি নাগরিকত্বের বিষয়ে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত ছিলেন বাবা ও ছেলে—এ দুইজনই। ঘটনার সময় বাবা ঘটনাস্থলেই নিহত হন এবং ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার মাল ল্যানিয়ন জানান, নিহত বাবার বয়স আনুমানিক ৫০ বছর এবং আহত ছেলের বয়স ২৪ বছর।

কর্তৃপক্ষ আরও জানায়, হামলার পেছনের উদ্দেশ্য, পারিবারিক পটভূমি এবং নাগরিকত্বসংক্রান্ত সব তথ্য গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলাকারীর প্রকৃত জাতীয় পরিচয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলেও জানানো হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা–মা গ্রেফতার
২৫ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় নামবেন তারেক রহমান
ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা মোকাবিলায় অনড় বিবিসি
যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ
বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন
মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে দেশ বিভাজনের রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম
সিডনি হামলায় ধোঁয়াশা, বন্দুকধারী পাকিস্তানি না ভারতীয়—যা জানা গেলো
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা কম, দীর্ঘ সময় আইসিইউতে থাকার আশঙ্কা
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ
হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ: প্রধান উপদেষ্টা
বেনাপোলে আটক ভারতীয় ট্রাকে অবৈধ পণ্যের বিশাল ভাণ্ডার
বেনাপোল বিস্ফোরক মামলার আসামি আটক আটক
ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারি আটক
রেকর্ড দামে আইপিএল-এ মোস্তাফিজ
বাংলাদেশের বিজয়কে বিকৃতি করেছেন নরেন্দ্র মোদি: আখতার
তরুণদের রক্ষা করলেই দেশ রক্ষা পাবে: ড. ইউনূস
তারেক রহমানের বাসভবন, অফিস প্রস্তুত