দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যা ও ভূমিধস: প্রাণহানি ৯৩৩
প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশ—ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মালাক্কা প্রণালিতে সৃষ্ট বিরল ঝড়ের প্রভাবে টানা সপ্তাহজুড়ে বৃষ্টি, দমকা হাওয়া ও বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯৩৩ জন। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ, হাজার হাজার পরিবার আশ্রয় নিয়েছে ত্রাণকেন্দ্রে।