বাদ যায়নি পররাষ্ট্র সচিবও
ছয় সচিবের সদস্যপদ স্থগিত অফিসার্স ক্লাবের

বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রশাসনিক অভিজাতদের আড্ডাস্থল হিসেবে পরিচিত অফিসার্স ক্লাব, ঢাকা এবার কঠোর বার্তা দিল দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে।
সোমবার (১২ মে) এক ঘোষণায় ক্লাব কর্তৃপক্ষ জানায়, পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ মোট ছয় সাবেক-বর্তমান শীর্ষ আমলার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
এদের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তদন্তাধীন মামলা, অনিয়ম ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ।
যাদের সদস্যপদ স্থগিত
- মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিব
- এম এ কাদের, সাবেক সচিব
- সিরাজুল হক খান, সাবেক সচিব
- এস এম গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব ও পিএসসির সদস্য
- জহিরুল হক, সাবেক কমিশনার, দুদক
- আনিসুর রহমান, সাবেক সচিব ও নির্বাচন কমিশনার
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় এবং তাদের বিরুদ্ধে দুদকের মামলা চলমান থাকায় এ সদস্যদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির অবস্থান
এ সিদ্ধান্ত ক্লাবের ইতিহাসে নজিরবিহীন। সচরাচর সরকারি কর্মকর্তা-ক্লাব সম্পর্ক বরাবরই সৌজন্যপূর্ণ থাকলেও এবার দুর্নীতির অভিযোগকে ‘প্রমাণযোগ্য পর্যায়ে’ বিবেচনা করেই এ পদক্ষেপ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
কী বার্তা দিচ্ছে এ পদক্ষেপ?
- এটি প্রশাসনের শীর্ষ স্তরে জবাবদিহিতার সংকেত
- অফিসার্স ক্লাব যাকে একসময় ‘আভিজাত্য চর্চার জায়গা’ হিসেবে দেখা হতো, এখন সেখানেও নৈতিক মানদণ্ডের বার্তা স্পষ্ট
- দেশের সামগ্রিক প্রশাসনিক দুর্নীতির চিত্রে এটি হতে পারে একটি প্রতীকী ও নৈতিক বাঁকবদল
সবার দেশ/কেএম