Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৪, ১৪ মে ২০২৫

আপডেট: ২৩:৪৯, ১৪ মে ২০২৫

দলে নিলো দিল্লি ক্যাপিটালস

আইপিএলে ৬ কোটিতে ডাক পেলেন মুস্তাফিজ

আইপিএলে ৬ কোটিতে ডাক পেলেন মুস্তাফিজ
ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে শুরুতে অবিক্রিত ছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তবে টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। চুক্তির মূল্য ৬ কোটি ভারতীয় রুপি।

অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক নিরাপত্তাজনিত কারণে আইপিএলের বাকি অংশে না খেলায় তার পরিবর্তে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। তবে নিয়ম অনুযায়ী, এ মৌসুম শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে। পরবর্তী আসরের জন্য দিল্লি তাকে রাখতে পারবে না।

এর আগে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট সাতটি আসরে আইপিএলে খেলেছেন মুস্তাফিজ। এ সময়ের মধ্যে পাঁচটি ভিন্ন দলের হয়ে মাঠে নেমেছেন তিনি। আইপিএলে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ৬১ উইকেট শিকার করেছেন এ বাঁহাতি পেসার।

২০২৩ আসরে তিনি খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। সেখানে ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। ২০১৬ সালে আইপিএলে অভিষেকেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মুস্তাফিজ। সে বছর ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়ে তিনি হয়েছিলেন 'টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়'—যা আইপিএলে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে অর্জন করেছিলেন তিনি।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছিলো আইপিএল। আগামী ১৭ মে থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে চলতি আসরের বাকি খেলা।

সবার দেশ/কেএম