নতুন কর্মসূচি ঘোষণা: শাহবাগে প্রতিবাদ সমাবেশ ও দেশজুড়ে ক্যাম্পেইন
জাতিকে বিভক্তির ষড়যন্ত্র রুখে দিবে ‘জুলাই ঐক্য’

গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে বিভক্তি তৈরির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে এর বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য’।
অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণী এ প্ল্যাটফর্মটি শনিবার (২৪ মে) এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ৮০টিরও বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য আগামী ৬ দিনব্যাপী সারাদেশে অনলাইন ও অফলাইনে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করবে। এরই অংশ হিসেবে রোববার (২৫ মে) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশেরও ডাক দেয়া হয়েছে।
ষড়যন্ত্র চলছে দেশ ও দেশের বাইরে থেকে
বিবৃতিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে গেলেও তার রেখে যাওয়া ভারতপন্থি দোসররা এখনও রাষ্ট্রযন্ত্রে সক্রিয়। তারা জাতিকে বিভক্ত করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। ভারতীয় গোপন পরিকল্পনার অংশ হিসেবেই জুলাইয়ের শক্তিগুলোর ভেতর বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে।
ড. ইউনূসের পদত্যাগ নিয়ে উদ্বেগ
বিবৃতিতে উল্লেখ করা হয়, গতকাল (২৩ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। এ ঘটনায় স্পষ্ট, সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মতবিরোধ বাড়ছে। জুলাই ঐক্য মনে করে, এ সংকট সমাধানে উপদেষ্টা পরিষদে জরুরি ভিত্তিতে কাঠামোগত পরিবর্তন দরকার। ভারতীয় এজেন্ডায় কাজ করা উপদেষ্টাদের চিহ্নিত করে তাদের অপসারণ এখন সময়ের দাবি।
রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও ক্ষোভ
জুলাই ঐক্যের বিবৃতিতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ জানানো হয়েছে। বলা হয়, জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিলো জাতিকে ঐক্যবদ্ধ করে সংস্কার ও নির্বাচনের পথে এগিয়ে যাওয়া। কিন্তু তারা উল্টো অন্তর্বর্তী সরকারের গলায় ছুরি ধরেছে। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ভেঙে বিভিন্ন রাজনৈতিক ব্যানারে ভাগ হয়ে যাওয়াই বিভক্তির মূল কারণ।
ভারতীয় প্রভাবের বিরুদ্ধে হুঁশিয়ারি
বিবৃতিতে অভিযোগ করা হয়, ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে জুলাই শক্তির ঐক্যে ফাটল ধরানো হচ্ছে। ১০ মে আইন উপদেষ্টা আসিফ নজরুল ‘৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের কথা বলার পর থেকেই ভারতের মদদপুষ্ট শক্তিগুলো পাগলের মতো তৎপর হয়ে উঠেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—৩০ কর্মদিবসের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না হলে দায় নিতে হবে উপদেষ্টা পরিষদ ও সংশ্লিষ্ট দলগুলোকে।
কর্মসূচি: শাহবাগ সমাবেশ ও দেশব্যাপী ক্যাম্পেইন
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে:
- শনিবার (২৪ মে) থেকে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী অনলাইন-অফলাইন ক্যাম্পেইন। এর মাধ্যমে সারাদেশে জুলাইয়ের শক্তিগুলোকে আবারও ঐক্যবদ্ধ করার চেষ্টা চলবে।
- রোববার (২৫ মে) বিকেল সাড়ে ৩টায় শাহবাগে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় প্রতিবাদ সমাবেশ।
জন্মভূমির স্বার্থে আবারও রক্ত দিতে প্রস্তুত
বিবৃতির শেষাংশে জুলাই ঐক্যের পক্ষ থেকে বলা হয়, জন্মভূমির স্বার্থে জুলাই যোদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত। আগ্রাসনের বিরুদ্ধে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা মাঠে নামছি। এ লড়াই থামবে না। ভারতীয় প্রভাবমুক্ত, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই ঐক্য আবারও সক্রিয় হচ্ছে।
জাতিকে ঐক্যবদ্ধ করে বিভাজন-প্ররোচনার রাজনীতি রুখে দিতে আগামী সপ্তাহে এ কর্মসূচিগুলোতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য।
সবার দেশ/কেএম