ষড়যন্ত্রকারীদের মুখে ঝামা
আজ সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে শনিবার (২৪ মে) সন্ধ্যায় দেশের দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বিএনপি ও জামায়াতের দায়িত্বশীল সূত্র শুক্রবার (২৩ মে) এ তথ্য নিশ্চিত করেছে। নির্ধারিত সময় অনুযায়ী, সন্ধ্যা ৭টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৮টায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
এ বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। কারণ গত কয়েক দিন ধরেই দেশের রাজনীতিতে তীব্র অস্থিরতা ও বিভ্রান্তিমূলক গুজব ছড়িয়ে পড়েছে—বিশেষ করে ড. ইউনূসের পদত্যাগ নিয়ে।
তবে শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে দিয়েছেন, ড. ইউনূস পদত্যাগ করছেন না। বরং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে তিনি অটল রয়েছেন।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা ড. ইউনূসের পদত্যাগ চাই না। তবে তিনি যদি নিজে না থাকতে চান, তবে জনগণ বিকল্প পথ খুঁজে নেবে। তিনি বলেন, সবচেয়ে জরুরি এখন একটি সুষ্ঠু নির্বাচন, যা দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনবে।
অন্যদিকে, বৃহস্পতিবার (২২ মে) জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি আলোচনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ড. ইউনূস এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করবেন—এ প্রত্যাশা করছি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শনিবারের এ বৈঠক আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ তৈরির পথে একটি মোড়বদলের সূচনা হতে পারে। এছাড়া এতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে বলেও অনেকে মনে করছেন।
সবার দেশ/কেএম