নাহিদ ইসলামের সতর্কবার্তা
এক-এগারোর পাঁয়তারা চলছে

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও এক-এগারোর ছায়া ঘনিয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, গণতান্ত্রিক রূপান্তরের পথরেখাকে বানচাল করে দেশে একটি নতুন ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে।
নাহিদ ইসলাম লিখেছেন, বাংলাদেশকে বারবার বিভাজনের মাধ্যমে দুর্বল করে রাখার অপচেষ্টা চলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর দিল্লি থেকে নতুন করে একটি অস্থিতিশীল পরিকল্পনা আঁকা হচ্ছে। এর মাধ্যমে দেশে বিভাজন, গণতন্ত্রের বিঘ্ন ও এক-এগারো ধাঁচের ‘বন্দোবস্ত’ তৈরি করার চেষ্টা চলছে।
তিনি আরও দাবি করেন, দেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনের লক্ষ্যেই এনসিপির পথচলা। এ লক্ষ্যে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র-জনতার উদ্দেশ্যে তিনি আহ্বান জানান: ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে প্রস্তুত থাকতে হবে।
এনসিপি আহ্বায়ক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিও দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ড. ইউনূসকে দায়িত্বে থেকেই সংস্কার, বিচার ও ভোটাধিকার বিষয়ে জনগণের সঙ্গে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে। নির্ধারিত সময়সীমার মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে এবং ঘোষিত টাইমফ্রেমের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে।
এছাড়া তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে এবং বিচারপ্রক্রিয়ার একটি রোডম্যাপও জনগণের সামনে আনতে হবে। পাশাপাশি, নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসঙ্গে অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে।
সবার দেশ/কেএম