পাখিপ্রাণেও বিপর্যয়
ভারতে বজ্রপাত ও ঝড়ে ৪৫ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে ভয়াবহ বজ্রপাত ও ঝড়বৃষ্টিতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, বুধবার থেকে শুরু হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার রেশ গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী রূপ নেয়।
রাষ্ট্রীয় জরুরি নির্দেশনা
উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নির্ধারণে জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির জরিপ শুরু হয়েছে। কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস
উত্তরপ্রদেশের আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, সোমবার পর্যন্ত বজ্রঝড় ও দমকা হাওয়ার আশঙ্কা থাকছে। বিশেষ করে মধ্যাঞ্চল এবং তেরাই এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পাখিপ্রাণেও বিপর্যয়: ঝাঁসিতে মৃত ৭০ টিয়াপাখি
এ দুর্যোগ শুধু মানুষের প্রাণহানিতেই সীমাবদ্ধ থাকেনি—প্রাণ হারিয়েছে অসংখ্য পাখিও। ঝাঁসি জেলার সিংঘার গ্রামে ঝড়ে বিশাল একটি পিপল গাছের ডাল ভেঙে পড়ে। ওই গাছটি বহু টিয়াপাখির বাসস্থান ছিলো। স্থানীয়দের চোখের সামনে ঝড়ে অনেক পাখি মারা পড়ে।
জেলার বন কর্মকর্তা জে বি শেন্দে জানান, এ পর্যন্ত ৭০টি টিয়াপাখির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ৩০টির মতো পাখি এখন চিকিৎসাধীন।
এ ঘটনার পরপরই বন বিভাগ ও প্রাণি চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
মাঠে তৎপর প্রশাসন, উদ্বিগ্ন জনজীবন
বজ্রপাত ও দুর্যোগের এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তাঘাট ফাঁকা, গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। সরকারের নির্দেশে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী এখন নিরলসভাবে কাজ করছে।
উত্তরপ্রদেশে বর্ষার শুরুতেই এই প্রাকৃতিক দুর্যোগ দেশজুড়ে আবহাওয়াজনিত দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু প্রস্তুতির বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সবার দেশ/কেএম