ডাক্তার তাহেরের খোলামেলা বার্তা
ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে হবে

বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইউনূস সরকারের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (২৩ মে) রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পটুয়াখালী জেলা ফোরামের প্রীতি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে হবে। তার অধীনেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন হওয়া উচিত।
তাহের বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি নির্দিষ্ট সময়সূচির মধ্যে নির্বাচন এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াত করে আসছে। তিনি সতর্ক করেন, সরকারের দুর্বলতা ও সীমাবদ্ধতা আছে—তা আমরা বলছি, সমালোচনা করছি, সংশোধনের চেষ্টাও করছি। তবে এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন।
তাহের আরও বলেন, আমরা স্বাধীনতা, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের পক্ষে আপসহীন। রাজনৈতিক উত্তেজনা প্রশমনে জামায়াত ইতিমধ্যেই দায়িত্বশীল ভূমিকা নিয়েছে।
প্রীতি সমাবেশে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ আরও কঠোর বার্তা দেন। তিনি বলেন, যারা বিগত ১৭ বছর ভোট দিতে পারিনি, তারা যেন এবার ভোট দিতে পারি—তা নিশ্চিত করতে হবে। যদি আবারও ভোটাধিকার কেড়ে নিতে কেউ আসে, তাহলে জীবন বাজি রেখেই আমরা রুখে দাঁড়াবো।
তিনি নির্বাচন কমিশন ও বর্তমান প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কালো টাকা, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস নির্মূল করতে হবে। এভাবে যদি নির্বাচন পরিচালনার পরিবেশ নিশ্চিত না হয়, তাহলে পদত্যাগের পথ বেছে নিতে অনেকে বাধ্য হতে পারেন।
সবার দেশ/কেএম