Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ২৬ জুন ২০২৫

ইরানের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা

ইরানের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা
প্রতীকি ছবি

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার, জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। বৃহস্পতিবার (২৬ জুন) দূতাবাসের পাঠানো এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশ, সহানুভূতিমূলক বক্তব্য ও বিবৃতি এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ, সামাজিক-রাজনৈতিক কর্মীদের স্পষ্ট অবস্থানের মাধ্যমে ইরানের প্রতি যে সংহতি প্রকাশ করা হয়েছে, তা মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর প্রতিশ্রুতিরই প্রকাশ।

ইরানি জনগণের চলমান প্রতিরোধকে জাতীয় ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার এ প্রতিশ্রুতি আধিপত্যবাদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বজনতার কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বাস করে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু বৈধ অধিকারই নয়, এটি নৈতিক ও মানবিক দায়িত্বও। সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির মোকাবিলায় জাতিসমূহের পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত এই মূল্যবান সমর্থন ও সংহতির জন্য আবারও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

সবার দেশ/এফএস

সর্বশেষ