Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৫৭, ৩ নভেম্বর ২০২৫

আসছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

১১ দেশে চলছে প্রবাসী ভোটার নিবন্ধন

১১ দেশে চলছে প্রবাসী ভোটার নিবন্ধন
ছবি: সংগৃহীত

বর্তমানে বিশ্বের ১১টি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এ কার্যক্রম এখন ২১টি স্টেশনে চলছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় দুইটি, কানাডায় দুইটি, যুক্তরাষ্ট্রে চারটি, যুক্তরাজ্যে তিনটি স্টেশন রয়েছে।

আখতার আহমেদ বলেন, আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি যেনো যেখানে বাংলাদেশি দূতাবাস আছে, সেসব দেশেও প্রবাসীদের জন্য এ সেবা সম্প্রসারণ করা যায়। ইতোমধ্যে অনেক প্রবাসীর এনআইডি রয়েছে, কারণ বিদেশে পাসপোর্ট করতে গেলেও এনআইডি বাধ্যতামূলক। তবে যারা এখনও নিবন্ধিত হননি, তারা শিগগিরই নতুন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

তিনি জানান, আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে ‘প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ’, যার মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে অ্যাপের মাধ্যমে ‘পোস্টাল ভোট বিডি’ সেবাও চালু করা হবে, যা ডাকযোগে ভোট দেয়ার সুযোগ করে দেবে।

প্রবাসী ভোটারদের ক্ষেত্রে দুটি ধাপ রয়েছে—একজনকে প্রথমে ভোটার হিসেবে নিবন্ধন করতে হবে, এরপর ভোট প্রদানের জন্য আলাদা নিবন্ধন করতে হবে, বলেন ইসি সচিব। অ্যাপটি বর্তমানে ট্রায়াল পর্যায়ে আছে, তবে আমরা ১৬ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি।

আখতার আহমেদ আরও জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদনগুলোও ইসি পর্যালোচনা করছে এবং আশা করা হচ্ছে, চলতি সপ্তাহেই বিষয়টি নিষ্পত্তি হবে।

নির্বাচন কমিশনের এ উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন