Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৫৩, ৫ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আসতে পারেন

জাকির নায়েকের ঢাকায় আগমন স্থগিত

জাকির নায়েকের ঢাকায় আগমন স্থগিত
ছবি: সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য জাকির নায়েককে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিলো। এমনকি তার ঢাকার বাইরেও কয়েকটি স্থানে যাওয়ার কর্মসূচি ছিলো। তবে তার আগমন ঘিরে দেশে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়।

সভায় আলোচনায় উঠে আসে, জাকির নায়েক বাংলাদেশে এলে বিপুল জনসমাগম হবে, যা নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রয়োজন পড়বে। কিন্তু নির্বাচনী প্রস্তুতির কারণে বর্তমানে সে জনবল মোতায়েন সম্ভব নয়।

সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচনের আগে তার আগমন অনুমোদন করা হবে না। তবে নির্বাচন-পরবর্তী সময়ে পরিস্থিতি অনুকূলে থাকলে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।

২০১৬ সালে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও ঘৃণাবিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনে ভারত সরকার। এরপর তিনি দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

মালয়েশিয়ার পুত্রজায়া শহরে তিনি বর্তমানে স্থায়ী নাগরিক মর্যাদায় বসবাস করছেন।

মঙ্গলবারের কোর কমিটির সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নির্বাচন ঘনিয়ে আসছে। এ সময়ে অতিরিক্ত নিরাপত্তা ও ভিড় সামলানো সম্ভব নয়। নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন