সরকারের ব্যতিক্রমী উদ্যোগ
খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে ডকুমেন্টারি প্রকাশ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, আপসহীন নেতৃত্ব এবং গণতন্ত্রের পথচলায় তার ভূমিকাকে কেন্দ্র করে একটি বিশেষ ডকুমেন্টারি প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এ ডকুমেন্টারিটি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রযোজনায় নির্মিত দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির শিরোনাম দেয়া হয়েছে ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’। এতে বলা হয়, শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার এক অনন্য সমন্বয় খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে ব্যতিক্রমী ব্যক্তিত্বে পরিণত করেছে। দেশের মানুষ আজ তার সুস্থতা কামনায় ঐক্যবদ্ধ—ডকুমেন্টারির সূচনাতেই এমন বার্তা তুলে ধরা হয়।
ডকুমেন্টারিতে বিশদভাবে তুলে ধরা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা। স্বৈরাচারবিরোধী আন্দোলন, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে রূপান্তর—প্রত্যেক ধাপে তার দৃঢ় অবস্থানকে গুরুত্বসহকারে দেখানো হয়েছে।
এক-এগারো সময়কার রাজনৈতিক সংকটে তার আপসহীন অবস্থানও এতে স্থান পেয়েছে। ভিডিওটিতে উল্লেখ করা হয়, ব্যক্তিগত নিরাপত্তা বা পরিবারের প্রতি হুমকি থাকা সত্ত্বেও খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি। পাশাপাশি শেখ হাসিনার সময়কার শাসনব্যবস্থাকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে দেখানো হয়েছে—যে সময়ে মিথ্যা মামলায় তাকে কারাবরণ করতে হয়েছিলো বলেও ডকুমেন্টারিতে উল্লেখ রয়েছে।
ডকুমেন্টারির শেষাংশে বলা হয়,
বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।
সবার দেশ/কেএম




























